হৃতিকের হাত ধরে কোথায় গিয়েছিলেন সাবা? ক্যামেরায় ধরা পড়ল কোন ছবি
সোমবার লাঞ্চ ডেটে গিয়েছিলেন সাবা আজাদ এবং হৃতিক রোশন। অভিনেতা মুম্বাই ফিরে আসার পরই তাঁদের একত্রে সময় কাটাতে দেখা যায়। তাঁরা যখন রেস্তরাঁ থেকে বেরোচ্ছিলেন তখন এক পাপারাজ্জির ক্যামেরায় তাঁরা ধরা পড়েন। তাঁদের ক্যাজুয়াল পোশাকেই দেখা যায়। হৃতিক এবং সাবা চলতি বছরের শুরুর দিক থেকে সম্পর্কে রয়েছেন। এবং সেই সম্পর্কের কথা তাঁরা মে মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
সোমবার হৃতিককে একটি স্লিভলেস হালকা গ্রে রঙের হুডি, নীল রঙের টিশার্ট এবং সাদা প্যান্ট পরে দেখা যায় । অন্যদিকে সাবা আজাদের পরনে ছিল হালকা নীল রঙের টিউব টপ এবং গ্রে প্যান্ট। দুজনেই স্নিকার পরেছিলেন। রেস্তরাঁ থেকে বেরোনোর পর তাঁদের একটি গাড়িতে উঠতে দেখা যায়। সূত্রের খবর অনুযায়ী তাঁরা খুব শীঘ্রই একসঙ্গে থাকতে শুরু করবেন।
হৃতিককে আগামী দিনে ‘ফাইটার’ ছবিতে দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে তিনি আবার ‘ওয়ার’ ছবি পর এই ছবিতে কাজ করতে চলেছেন। তাঁর এই আগামী প্রজেক্টের জন্য তিনি এতদিন অসমে শ্যুটিং করছিলেন। এই ছবিতে তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোন, অনিল কাপুরকেও দেখা যাবে। এই ছবিটি ২০২৪ সালের ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে।
এর আগে ১৪ বছর ধরে সুজেন খানের সঙ্গে হৃতিক বিবাহিত সম্পর্কে ছিলেন। তাঁদের দুটি ছেলেও আছে, হৃহান এবং হৃদান। হৃতিক এবং সুজেনের এখনও একে অন্যের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। অন্যদিকে সাবাও এর আগে দীর্ঘদিন গায়ক তথা অভিনেতা ইমাদ শাহর সঙ্গে সম্পর্কে ছিলেন।
‘দিল কাবাডি’ ছবির মাধ্যমে ২০০৮ সালে বলিউডে পা রেখেছিলেন সাবা। তাঁর সঙ্গে এই ছবিতে রাহুল বোসকে দেখা গিয়েছিল। এছাড়া তাঁকে ‘মিনিমাম’ ছবিতেও দেখা গিয়েছিল নমিত দাস এবং গীতাঞ্জলি কুলকার্নির সঙ্গে।
হৃতিককে শেষবার দেখা গিয়েছিল ‘বিক্রম বেদা’ ছবিতে। তাঁর সঙ্গে সেই ছবিতে সইফ আলি খান ছিলেন। ‘কাঁহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে ২০০০ সালে বলিউড ডেবিউ হয় হৃতিকের।
For all the latest entertainment News Click Here