হৃতিকের টাক পড়ে গিয়েছে! ভিডিয়ো দেখে হাহুতাশ সোশ্যাল মিডিয়ায়, কারও তুলোধনাও হল
হৃতিকের নাকি টাক পড়ে গিয়েছে! আর উনি নাকি ভুলে গিয়েছেন ওই টাক ঢাকার জন্য পরচুল ব্যবহার করতে। হালে রেকর্ড করা একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রিপোস্ট করে প্রায় এমন কথাই বলেছেন কামাল আর খান। সংক্ষেপে যাঁর নাম কেআরকে।
ঘটনাকি কী ঘটেছে? হালে হৃতিক গিয়েছিলেন তাঁর এক সহকর্মীর বাড়ির বিয়ের অনুষ্ঠানে। সেই মেকআপ শিল্পীর বাড়ির অনুষ্ঠানে বহু ক্যামেরা হৃতিকের ভিডিয়ো রেকর্ড করে। তার মধ্যে একটি ছিল মাথার পিছন দিক থেকে। সেটিতে দেখা যায়, হৃতিকের মাথার পিছন দিকে কিছুটা ত্বক দেখা যাচ্ছে। আর সেটি নিয়েই আলোচনা শুরু। এই ভিডিয়ো দেখার পরে অনেকেরই মনে হয়েছে, হৃতিকের বুঝি চাক পড়ে গিয়েছে। বহু মানুষের স্বপ্নের নায়কের চুল উঠে গেলে যে, তা মনখারাপের হবে, সেটি বলার অপেক্ষা রাখে না। আর সেই কারণেই অনেক অনুরাগীই এর পরে সোশ্যাল মিডিয়ায় হাহুতাশ শুরু করেন।
তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছেন কেআরকে। তিনি এই ভিডিয়োটি রিপোস্ট করেছেন। এবং লিখেছেন, ‘হৃতিক ওঁর টাক ঢাকতে ভুলে গিয়েছেন!’ এতেই ব্যাপক রেগে গিয়েছেন হৃতিকের অনুরাগীরা। কেউ কেউ লিখেছেন, ‘চুল উঠে যাক, টাক পড়ে যাক, তবুও উনি সুন্দর। আপনার মতো নন।’ তবে কেউ কেউ শালীনতার সীমা ভেঙে দিয়ে আক্রমণ করেছেন কেআরকে-কে।
বিষয়টি অবশ্য এখানে শেষ হয়নি। এর পরে উঠে এসেছে আরও একটি তথ্য। কেউ কেউ বলেছেন, এটি আসলে মোটেই টাক নয়। মাথায় অপারেশনের সময়ে হৃতিকের চুলের কিছুটা বাদ পড়ে। এটি তারই দাগ।
পুরনো কিছু ছবি পোস্ট করে কেউ কেউ প্রমাণও দেওয়ার চেষ্টা করেছেন, বেশ কয়েক বছর আগে যখন হৃতিকের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়, সেই সময়েই দাগ এখনও রয়ে গিয়েছে। এটি সেটিরই চিহ্ন।
এর পরে কেউ কেউ কেআরকে-কে এই বিষয়টি নিয়ে এভাবে কথা বলার জন্য চরম কায়দায় আক্রমণ করেছেন। এমন কথাও কেউ কেউ বলেছেন, কেআরকে-র মতো ছোট মেনর মানুষ হয় না। না হলে এমন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে কেলউ কি সত্যিই এত নির্দয় মন্তব্য করতে পারে? এই প্রশ্ন অনেকেরই।
হৃতিকের পরিবারে অবশ্য টাকের ইতিহাস রয়েছে। তাঁর বাবা রাকেশ রোশনেরও খুব অল্প বয়সেই চুল উঠে যাওয়ার সমস্যা হয়েছিল বলে শোনা যায়। একটা বড় সময় তিনি পরচুল পরেই নাকি কাটাতেন। কিন্তু অনুরাগীদের বক্তব্য, হৃতিকের তেমন কিছু হয়নি। এটি শুধু অস্ত্রোপচারের দাগ।
For all the latest entertainment News Click Here