‘হু ইজ অরিজিৎ ম্যান?’ ‘গেরুয়া’ গায়ককে ভালোবাসা জানিয়ে ট্রোলের শিকার রূপঙ্কর!
বছর ঘুরতেও কেকে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না রূপঙ্কর বাগচির। বরং সুযোগ পেলেই বেঁফাস মন্তব্যের জন্য সোশ্য়াল মিডিয়ায় ট্রোলড হতে হচ্ছে শিল্পীকে। এবার অরিজিৎ সিং-এর ছবিতে মন্তব্য করে বিদ্রুপের শিকার রূপঙ্কর বাগচি। কেকে সম্পর্কে রূপঙ্কর বলেছিলেন, ‘হু ইজ কেকে ম্যান’, এবার তাঁর মন্তব্যের নীচে নেটিজেনরা লিখল, ‘হু ইজ অরিজিৎ সিং ম্যান?’
এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ নন অরিজিৎ সিং। সদ্য ফেসবুকের ডিসপ্লে পিকচার বা ডিপি বদল করেছেন ‘গেরুয়া’ গায়ক। ছবিতে দেখা গেল মঞ্চে মাথা ঢেকিয়ে প্রণাম করছেন স্বামী বিবেকানন্দের একনিষ্ঠ এই ভক্ত। ছবিতে কালো পোশাকে অরিজিৎ, মাথায় গায়েত্রী মন্ত্র লেখা পাগড়ি, হাতের গিটার মাটিতে ঠেকানো। ২০২১ সালের পুরনো ডিপি আবার ফিরে এসেছে অরিজিৎ-এর প্রোফাইলে। সেই ছবিতে লাইক-কমেন্টের বন্যা। ছবির নীচে রূপঙ্কর লেখেন, ‘ভালোবাসা নিও’। তার গায়কের এই মন্তব্য ঘিরেই যাবতীয় কেলেঙ্কারি!
রূপঙ্করের এই কমেন্ট দেখে ট্রোলাররা কার্যত ঝাঁপিয়ে পড়েন। এই মন্তব্যের নীচে পালটা লেখা হয়,’হু ইজ় অরিজিৎ সিংহ ম্যান’। তারপর সেই নিয়ে হাসি-ঠাট্টা, বিদ্রুপ। কেউ প্রশ্ন ছোঁড়েন বাঙালি গায়ক অরিজিৎ সিং মুম্বই দাপিয়ে বেড়াচ্ছেন, তাঁর যশ-খ্যাতিতে কি রূপঙ্কর ঈর্ষাপরায়ণ নন? কেউ লেখেন, ‘আপনি কি অরিজিকে নিয়েও হীনমন্যতায় ভুগছেন নাকি?’ আবার অনেক অরিজিৎ ভক্ত লেখেন, ‘না, অরিজিতের আপনার ভালোবাসার দরকার নেই, থাক’।
প্রসঙ্গত, কলকাতায় কেকে-র কনসার্ট নিয়ে তৈরি উন্মাদনা দেখে ফেসবুক ভিডিয়োয় ক্ষোভ উগরে দিয়েছিলেন রূপঙ্কর। গত বছর মে মাসের ঘটনা। সেই ভিডিয়ো পোস্ট করার চব্বিশ ঘন্টার মধ্যেই কলকাতার বুকে অনুষ্ঠান করতে করতে অসুস্থ হয়ে মৃত্যু হয় কেকে। তারপরই নেটমাধ্যমের কাছে ‘ভিলেন’ হয়ে ওঠেন রূপঙ্কর। তাঁকে বয়কটের ডাক ওঠে সর্বত্র। বেশ কিছু প্রোজেক্টও হাতছাড়া হয় তাঁর। শেষমেশ সাংবাদিক বৈঠক থেকে নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য হন রূপঙ্কর। গত কয়েকমাসে অতীতের তিক্ততা ভুলে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন ‘প্রিয়তমা’ খ্য়াত গায়ক, সেই প্রচেষ্টা বড়সড় ধাক্কা খেল এদিন।
ট্রোলারদের এই আক্রমণ নিয়ে কী প্রতিক্রিয়া রূপঙ্করের। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি এই নিয়ে কোনও কথা বলব না। বিষয়টা উপেক্ষা করছি’। বোঝাই যাচ্ছে নেতিবাচক প্রতিক্রিয়াকে পাত্তা দিতে চাইছেন না রূপঙ্কর, কিন্তু সবকিছু কি ভুলে যাওয়া এতই সহজ? নেটপাড়ায় সকলেই শিল্পীকে আক্রমণ করেছেন তা নয়। কেউ কেউ রূপঙ্করের পাশে দাঁড়িয়ে লেখেন, ‘পুরোনো ভুলের জন্য বারবার কাউকে আক্রমণ করা উচিত নয়’।
For all the latest entertainment News Click Here