হুমকি কট্টরবাদীদের, মোহালিতে IPL-র ম্যাচে কড়া নিরাপত্তা, খেলবে LSG
আজ আইপিএলে মোহালির পিসিএ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কিংস ইলেভেন পঞ্জাব এবং লখনউ সুপার জায়ান্টস। তবে এই ম্যাচ খেলার আগে ক্রিকেটারদের নিরাপত্তার জন্য বৃহস্পতিবার থেকে গোটা মোহালি শহরে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে।গত চার মাস ধরে পঞ্জাবের ওয়াইপিএস চকে কট্টরবাদীরে বিক্ষোভ করে। সেই জন্য আগাম আশঙ্কা করা হয়েছিল, এই ম্যাচের সময় বিঘ্ন ঘটতে পারে। তাই শহরে বিশাল পুলিশবাহিনী মোতায়ন করা হয়েছে। এছাড়াও স্টেডিয়ামের দিকে যাওয়ার রাস্তা গুলিতে ব্যারিকেড করে পুলিশ রাখা হয়েছে। সেই ব্যারিকেড পার হয়ে কেউ যাতে না আসতে পারে সেই জন্য পুলিশ পিকেট বসানো হয়েছে।
ওয়াইপিএস চক যেখানে বিক্ষোভ করা হয়েছে সেখান থেকে স্টেডিয়ামের দিকে যাওয়ার রাস্তাতাও বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও বুলেট প্রুফ গাড়িরও ব্যবস্থা করা হয়েছে। পঞ্জাবের এক পুলিশ অফিসার বলেন, ‘আমাদের কাছে আগাম খবর ছিল, ম্যাচের সময় ঝামেলা হতে পারে। আর সেই জন্যই আমরা নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আমরা বৃহস্পতিবার থেকেই শহরে পুলিশ মোতায়ন করেছি এবং যে রাস্তাগুলিতে সমস্যা হতে পারে সেখানে ব্যারিকেট করে দেওয়া হয়েছে।’
তবে এদিন সুষ্ঠুভাবে এই ম্যাচ শুরু হয়েছে। নির্ধারিত সময়ে টসও হয়। প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরেছেন তিনি।
লখনউ অধিনায়ক লোকেশ রাহুল ৯ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। কাইল মেয়ার্স ২৪ বলে ৫৪ রান করেছেন। এছাড়াও বাদোনি ২৪ বলে ৪৩ রান করে আউট হয়ে যান। স্টোইনিস ৪০ বলে ৭২ রান করেন ৬টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারির সৌজন্যে। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৭ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান করল লখনউ।
তবে এই ম্যাচে শুধু পিসিএ স্টেডিয়াম জুড়েই নয়। গোটা মোহালি শহর জুড়ে নিরাপত্তার জোরদার করা হয়েছে। কোথাও বেশি ভিড় হলেই তা হটিয়ে দেওয়া হচ্ছে। যে কোনও রকম ঝামেলার মোকাবিলা করতে প্রস্তুত পঞ্জাব পুলিশ। টিম হোটেলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ক্রিকেটারদের টিম বাসের সঙ্গে থাকা পুলিশের কনভয়েও বাড়ানো হয়েছে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here