হুবহু মিলল ২০১৫ সালের ভবিষ্যদ্বাণী! ২০২২-র বিশ্বকাপ জয় মেসির, হতবাক নেটপাড়া
লিওনেল মেসি ২০২২ সালের ১৮ ডিসেম্বর ফুটবল বিশ্বকাপ জিতবেন – সাত বছর আগে নাকি এমনই ভবিষ্যদ্বাণী করেছিলেন আর্জেন্তিনার এক সমর্থক। যে টুইট কাতারে মেসির স্বপ্নপূরণের রাতের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কীভাবে হুবহু সেই তারিখ মিলে গেল, তাতে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।
জোস মিগুয়েল পোল্যান্সো (José Miguel Polanco) নামে ওই টুইটার ব্যবহারকারীর অ্যাকাউন্টে একটি টুইট ‘পিন’ করা আছে। তাতে লেখা আছে, ‘২০২২ সালের ১৮ ডিসেম্বর – বিশ্বকাপ জিতবেন ৩৪ বছরের লিও মেসি এবং সর্বকালের সেরা খেলোয়াড় হয়ে উঠবেন। সাত বছর পর আমার কথা মিলিয়ে দেখ।’ ওই টুইটের তারিখ হিসেবে ২০১৫ সালের ২১ মার্চ রাত ১ টা ৫৭ মিনিট উল্লেখ আছে।
যে টুইট রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কীভাবে ওই ব্যক্তির কথা হুবহু (শুধুমাত্র একটা জিনিসই মেলেনি, ১৮ ডিসেম্বর যখন মেসি বিশ্বকাপ জিতেছেন, তখন তাঁর বয়স ৩৫, ওই টুইটে ৩৪ বছরের মেসি বলা হয়েছিল) মিলে গিয়েছে, তা ভেবেই হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। অসংখ্যবার সেই টুইট রিটুইট করা হয়েছে। লাইক করেছেন প্রচুর মানুষ।
তারইমধ্যে মিগুয়েল বলেন, ‘বিশ্বের সব জায়গায় অনুসরণ করেছিলাম তোমাদের (আর্জেন্তিনা)। অবশেষে সেই চিরন্তন ঐশ্বর্যের স্বাদ পেয়েছি। তুমি আমার এমন ভালোবাসা নও যে আমায় আঘাত দেয়। তুমি আমার জীবনের ভালোবাসা। এই মুহূর্তে আমি বিশ্বের সবথেকে সুখী মানুষ। শুধু আমি নয়, আর্জেন্তিনার ৪৫ মিলিয়ন মানুষের মনের অবস্থা।’
আরও পড়ুন: Congress MP’s alleged tweet on Lionel Messi: ‘অসমে জন্মগ্রহণ করেছেন লিওনেল মেসি’, টুইট করলেন কংগ্রেস সাংসদ আবদুল খালেক?
এমনিতে ১৮ ডিসেম্বর বিকেল পর্যন্ত মেসির ট্রফি ক্যাবিনেটে বিশ্বকাপ ছাড়া বিশ্বের সব প্রায় সেরা খেতাব ছিল। কিন্তু একটা বিশ্বকাপের অভাব ছিল। সেই শূন্যস্থানও পূরণ হয়ে যায় কাতারে। ফ্রান্সকে পেনাল্টি শ্যুট-আউটে ৪-২ গোলে হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জেতে আর্জেন্তিনা। পূরণ হয় মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন। যিনি ফাইনালে দুটি গোল করেছেন।
আরও পড়ুন: FIFA World Cup 2022: কতটা কষ্ট পাচ্ছিলে, জানি- আর্জেন্তিনার বিশ্ব জয়ের পর মেসিকে আবেগঘন বার্তা স্ত্রীর
সেইসঙ্গে এবার বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন মেসি। যে পুরস্কার ২০১৪ সালের বিশ্বকাপেও জিতেছিলেন মেসি। কিন্তু সেবার বিশ্বকাপের ট্রফির সামনে দিয়ে হেঁটে চলে যেতে হয়েছিল। এবার আর সেটা হয়নি। সেদিনের কষ্টের কান্না মুছে রবিবার সমর্থকদের আনন্দের কান্নায় ভিজিয়ে দেন মেসি। হাতে তুলে দেন বিশ্বকাপ।
For all the latest Sports News Click Here