হুডা না সঞ্জু, চাহাল না কুলদীপ- ভারতের সম্ভাব্য একাদশ বাছলেন ওয়াসিম জাফর
১৮ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা অভিজ্ঞ ক্রিকেট বিশেষজ্ঞ ওয়াসিম জাফর ওয়েলিংটনে অনুষ্ঠিত এই ম্যাচের জন্য ভারতের প্লেয়িং ইলেভেন বেছে নিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি যে নিউজিল্যান্ড সফর থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি সহ অনেক সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে।
আরও পড়ুন… Ind vs NZ live streaming- TVতে কোন চ্যানেলে, কোন OTT তে ম্যাচ দেখবেন?
ভারতের হয়ে ওয়াসিম জাফর যে একাদশে নির্বাচন করেছেন, সেখানে শুভমন গিল ও ঋষভ পন্তকে রাখা হয়েছে ওপেনার হিসেবে। একই সঙ্গে তিন নম্বরে জায়গা দিয়েছেন শ্রেয়াস আইয়ারকে। ওয়াসিম জাফর বলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইয়ার ভালো পারফর্ম করে ছিলেন। অভিজ্ঞ ওয়াসিম জাফর তার একাদশে সূর্যকুমার যাদব এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে চার ও পাঁচ নম্বরে রেখেছেন। ৬ নম্বরের জন্য তিনি দীপক হুডাকে বেছে নিয়েছেন জাফর।
আরও পড়ুন… তখন স্টেডিয়াম ভাড়া দিত বিয়ের জন্য- অতীতের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়লেন আফ্রিদি
ওয়াসিম জাফর আরও বলেছিলেন যে সঞ্জু স্যামসনকে এখানেও নেওয়া যেতে পারে, তবে হুডা যেহেতু বিশ্বকাপ দলের অংশ ছিলেন, তাই তাঁকে ৬ নম্বরে পছন্দ করা হবে। ওয়াসিম জাফর তাঁর একাদশে দুই স্পিনারকে বেছে নিয়েছেন। প্রথম স্পিনার হবেন ওয়াশিংটন সুন্দর, দ্বিতীয় স্পিনার হিসেবে তিনি যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব সম্পর্কে কথা বলেছেন। তবে এই বিষয়ে তিনি কিছুটা বিভ্রান্ত ছিলেন।
কিন্তু তারপর কুলদীপ যাদবকে জায়গা দেন তিনি। তিন ফাস্ট বোলার হিসেবে হার্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ এবং আর্শদীপ সিংকে বেছে নিয়েছেন ওয়াসিম জাফর। ওয়াসিম জাফর অবশ্য মহম্মদ সিরাজ ও উমরান মালিকের মধ্যে কাকে বাছবেন সেই বিষয়ে কিছুটা বিভ্রান্তে ছিলেন। মনে করা হচ্ছে যে নিউজিল্যান্ড সফর ভারতের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। এই সফরের মাধ্যমে অনেক তারকা খেলোয়াড়ের ভাগ্য উজ্জ্বল হতে পারে।
দেখে নিন ওয়াসিম জাফর ভারতের যে একাদশ নির্বাচন করেছেন-
শুভমন গিল, ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং।
For all the latest Sports News Click Here