হুডা এলে আমি চলে যাব, অকপট বিরাট
দুটি প্র্যাকটিস ম্যাচে খেলেননি বিরাট কোহলি। সেই নিয়ে ক্ষুব্ধ অনেক সমর্থকরা। কিন্তু অনুশীলনে কমতি রাখছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। যেভাবে তিনি প্রস্তুতি নিচ্ছেন, তাতে আসন্ন বিশ্বকাপে যে আগের মতোই বড় ইনিংস খেলতে বদ্ধপরিকর, সেটা বোঝাই যাচ্ছে। কোহলির সেই মরিয়া মনোভাবের নিদর্শন নেটেও দেখতে পাচ্ছেন তাঁর সতীর্থরা।
পার্থে প্র্যাকটিসে নিজের কোটার সময়ের পরেও ব্যাটিং করে চলেছিলেন বিরাট কোহলি। সেই ভিডিয়ো এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে যে কোচিং স্টাফরা বলছে তোমার সময় হয়ে গিয়েছে এবার বাইরে চলে আসো। তখন ৩৩ বছরের তারকা বলছেন যে যতক্ষণ পরবর্তী ব্যাটার দীপক হুডা না আসেন, তখন অবধি ব্যাটিং চালিয়ে যাবেন তিনি। প্রসঙ্গত, ভারত ১৬ সদস্যের কোচিং স্টাফ নিয়ে গিয়েছে অস্ট্রেলিয়ায়। এর মধ্যে আছে পেশাদার থ্রো-ডাউন এক্সপার্ট। অস্ট্রেলিয়ার হার্ড উইকেটে সড়গড় হওয়ার জন্য থ্রো-ডাউন এক্সপার্টদেরই এখন বেশি চাহিদা। এই ফুটেজে যদিও বোঝা যাচ্ছে না কারা বোলিং করছেন। কিন্তু বিরাট যে একেবারে ম্যাচের মতোই মনসংযোগ করে খেলছেন, সেটা দেখাই যাচ্ছে।
প্রায় ছোটো শিশুদের মতো তিনি বলেন, হুডা আয়েগা তো ম্যায়ে চলা যাউঙ্গা। প্রসঙ্গত, পার্থের পর এবার ব্রিসবেনে চলে গিয়েছে টিম ইন্ডিয়া। সেখানে ঐতিহাসিক গাব্বাতে প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭ অক্টোবর প্রথম ম্যাচ খেলবে ভারত। তারপর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একই মাঠে ১৯ অক্টোবর আছে দ্বিতীয় গা ঘামানোর লড়াই। তবে ভারতের আসল লড়াই শুরু পাকিস্তানের বিরুদ্ধে ২৩ অক্টোবর থেকে। গতবার প্রথম রাউন্ডে টি২০ বিশ্বকাপ থেকে হেরে বিদায় নিতে হয় ভারতকে। তার আগের বার সেমিফাইনাল ও তারও আগের বার ভারত ফাইনালে গিয়েছিল। দুইবারই অনবদ্য খেলেছিলেন বিরাট। তবে শেষরক্ষা হয়নি। ২০০৭ সালে যেবার ভারত টি২০ বিশ্বকাপ জেতে, সেবার দলে ছিলেন না বিরাট কোহলি। তাই এবার তিনি বদ্ধপরিকর, নিজের ট্রফি ক্যাবিনেটে এই শিরোপাটি অর্জন করতে। সেই কারণেই হয়তো নেটে এই অতিরিক্ত তাগিদ। ব্যাটিং দক্ষতার শীর্ষে থেকেও শেষ মুহূর্তের ঝালাই করায় কসুর করতে চাইছেন না কিং কোহলি।
For all the latest Sports News Click Here