হিল জুতোয় আটকে গেল গাউন! মুখ থুবড়ে পড়ার মুখে প্রিয়াঙ্কাকে বাঁচালেন নিক, ভিডিয়ো
সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন নিক-প্রিয়াঙ্কা। বিনোদুনিয়ার অন্যতম আদর্শ দম্পতি তাঁরা। প্রকাশ্য়ে প্রেম জাহির করতে পিছপা হন না দুজনেই। ক্যামেরার সামনে চুমু খাওয়া হোক বা পরস্পরকে কাছে টেনে নেওয়া, সবই চলে দুর্বার গতিতে।
সম্প্রতি মেট গালার আসরে একসঙ্গে দেখা মিলেছে দম্পতির। জুটির ভক্তদের কাছে এটা অজানা নয়, ২০১৭ সালে এই মেট গালার আসরেই শুরু হয়েছিল নিয়াঙ্কার রোম্যান্স। মেট গাালার আফটার পার্টিতেও চুটিয়ে মস্তি করেছেন মিঁয়া-বিবি। মেট গালার আফটার পার্টির একাধিক ছবি-ভিডিয়ো ভাইরাল সোশ্যালে। তবে একটি ভিডিয়ো বিশেষভাবে নজর কাড়ছে তারকা দম্পতির ভক্তদের।
ভিডিয়োতে দেখা গেল পার্টি শেষে নিজেদের গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন নিক-প্রিয়াঙ্কা। বউয়ের হাত শক্ত করে ধরে রেখেছেন মার্কিন পপস্টার। লাল রঙা থাই-চেরা গাউনে সেক্সি লুকে মালতির মা, কালো রঙা পোশাকে হ্যান্ডসাম হাঙ্ক নিক। গাড়ির সামনে গিয়ে আচমকাই পায়েল হাই হিলে আটকে যায় প্রিয়াঙ্কার গাউন। মুখ থুবড়ে মাটিতে পড়েই যাচ্ছিলেন নায়িকা, কিন্তু বউয়ে সামলে নেন নিক। এই ভিডিয়ো দেখে ‘জিজু’ নিকের প্রশংসায় দেশি গার্লের ভক্তরা। সঠিক মানুষের হাত ধরেছেন প্রিয়াঙ্কা, জানাতে ভুলল না নেটপাড়া।
বয়স, ধর্ম, সংস্কৃতির ফারাক থাকলেও প্রিনিক জুটির প্রেমের জোয়ারে ভেঙে গিয়েছে সব বাধা-বিপত্তির দেওয়াল। নিকের আগেও প্রিয়াঙ্কার জীবনে বহু পুরুষ এসেছেন, তবে বারবারই মন ভেঙেছে নায়িকার। কার্যত প্রেমে ধাক্কা খেয়েই বলিউড ছেড়ে মার্কিন মুলুকে চলে যান পিগি চপস। আর সে দেশে গিয়েই মনের মানুষের খোঁজ পান ‘কোয়ান্টিকো’ তারকা।
২০১৮ সালে নায়িকার জন্মদিনে গ্রিসে হাজির হয়েছিলেন নিক-প্রিয়াঙ্কা। সবে মাস কয়েকের পরিচয় দুজনের। সময় নষ্ট করেননি নিক, দশ বড় প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন জোনাস ব্রাদার্সের সবচেয়ে ছোট সদস্য। এরপর ‘চট মংনি’ সেরে ফেলেন তাঁরা। আর সেই বছর ডিসেম্বরেই রাজকীয় বিয়ের পর্ব মেটান। ২০১৮ সালের ১লা ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন নিয়াঙ্কা। পঞ্জাবি ও ক্যাথলিক দুই রীতি মেনেই বিয়ের পর্ব সারেন এই লাভ বার্ডস। যোধপুরের উমেদ ভবনে বসেছিল বিয়ের আসর।
২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা-বাবা হন নিক-প্রিয়াঙ্কা। সংসার, সন্তান আর কেরিয়ার– তিনটেই সমানতালে সামলাচ্ছেন প্রিয়াঙ্কা। সদ্যই মুক্তি পেয়েছে নায়িকার ওয়েব সিরিজ ‘সিটাডেল’। আর এবার ‘লাভ এগেইন’-এর প্রমোশনে কোমর বেঁধে নেমে পড়েছেন পিগি চপস।
For all the latest entertainment News Click Here