হিরো বানানোর প্রতিশ্রুতি, ২০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
বীরভূমের ছেলেকে হিরো বানানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ, গ্রেফতার করা হল টলিপাড়ার জনপ্রিয় পরিচালক পীযূষ সাহাকে। ২০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, হিরো বানানোর প্রতিশ্রুতি দিয়ে বীরভূমের রামপুরহাটের বাসিন্দা অক্ষয় গুপ্তের কাজ থেকে ২০ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। অভিযোগ, বহু সময় পার হয়ে গেলেও সেই টাকা তিনি ফেরত দেননি। গত বছরই পরিচালকের বিরুদ্ধে FIR দায়ের করেন অক্ষয় গুপ্ত নামে রামপুরহাটের ওই যুবক। অক্ষয়ের করা FIR-এর ভিত্তিতে শনিবার পরিচালক পীযূষ সাহাকে গ্রেফতার করে পুলিশ। আপাতত তিনি পুলিশ হেফাজতেই রয়েছেন, ধৃত পরিচালকের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
প্রসঙ্গত, পরিচালক পীযূষ সাহার ছবিতে কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, অঙ্কুশ থেকে শুরু করে সোহম চক্রবর্তী সহ বহু তারকা। পীযূষের ‘কেল্লাফতে’ ছবিতে ডেবিউ করেছিলেন অঙ্কুশ হাজরা। ‘রাজু আঙ্কেল’, ‘নীল আকাশের চাঁদনি’ সহ বহু হিট ছবির পরিচালক তিনি।
অভিযোগকারী রামপুরহাটের যুবক অক্ষয় গুপ্ত টিভি৯ বাংলাকে জানান, তাঁর বাবা ছোটবেলায় মারা গিয়েছেন, তিনি মধ্যবিত্ত পরিবারের ছেলে। ২০ লক্ষ টাকা হুট করে দেওয়া তাঁর পক্ষে দেওয়া সম্ভব ছিল না, তাও তিনি দিয়েছিলেন, বিশ্বাস করে। ওঁর কাছে কিছুদিন অভিনয়ের ক্লাস করেছিলেন অক্ষয়। অভিযোগ, পীযূষ সাহা অক্ষয়কে তখন বলেছিলেন অঙ্কুশ, সোহমকে তিনি লঞ্চ করেছেন তাঁকেও করবেন। অক্ষয়কে নিয়ে যে ছবি বানানোর কথা তিনি বলেন, তার বাজেট ঠিক হয় ১ কোটি টাকা, যার মধ্যে ৫০ লক্ষ টাকা পীযূষকেই দিতে হবে। অক্ষয়ের কথায়, তিনি গ্রামের ছেলে তাই পীযূষ সাহার কথায় বিশ্বাসও করেন, ধীরে ধীরে কষ্ট করে টাকা জোগাড় করে দিতে থাকেন। তবে শেষপর্যন্ত আর ছবি হয়নি। পরে পীযূষ সাহা অক্ষয় গুপ্তের ফোন ধরাও বন্ধ করে দেন। এমনকি অক্ষয়ের মায়ের হঠাৎ ক্যানসার ধরা পড়লে তিনি পরিচালকের কাছে কিছু টাকা ফেরত চেয়ে, হাত জোড় করেছিলেন, তবে লাভ হয়নি। তাই একপ্রকার বাধ্য হয়েই FIR করেছেন বলে জানান অক্ষয় গুপ্ত।
এদিকে এই ঘটনায় HT বাংলার তরফে পরিচালক পীযূষ সাহার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন কেটে দেওয়া হয়।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here