হিরোর জনপ্রিয় জুটি জ্যাকি-মীনাক্ষী ফের একসঙ্গে, নতুন কোনও সিনেমা কি
১৯৮৩ সালের বিখ্যাত ছবি ‘হিরো’র পর জ্যাকি শ্রফ এবং মীনাক্ষী শেষাদ্রির জুটি দারুন জনপ্রিয় হয়ে উঠেছিল। রবিবার পুনের একটি অনুষ্ঠানে ৮০ দশকের এই জনপ্রিয় জুটিকে একত্রে দেখা যায়। এঁদের একসঙ্গে আরও বেশ কিছু ছবিতে দেখা গিয়েছিল, যার মধ্যে আছে, ‘আল্লাহ রাখা’, ‘দেহলিজ’, ‘সাচ্চে কা বোল বালা’, ইত্যাদি। এই অনুষ্ঠানের বেশি কিছু ছবি জ্যাকি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন।
এই ছবিগুলো শেয়ার করে জ্যাকি লেখেন, ‘রবিবারের শুরুটা দারুন হল আমার প্রথম নায়িকার সঙ্গে। চাঁদক্ষেতের রোটারি অনুষ্ঠানে চিরসুন্দরী মীনাক্ষী শেষাদ্রির সঙ্গে।’ এই ছবিতে জ্যাকিকে একটি কালো ডেনিম শার্ট এবং ম্যাচ করা প্যান্টে দেখা যায়। সঙ্গে তিনি একটি সানগ্লাস এবং টুপি পরেছিলেন। অন্যদিকে মীনাক্ষীকে একটি ফ্লোরাল প্রিন্টের চুড়িদারে দেখা গিয়েছে।
তাঁদের দুজনকেই ইভেন্টের পোস্টারের সামনে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায়। সেখানে তাঁদের ছবি হিরির একটি ছবি ছিল। এছাড়া তাঁরা সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গেও বেশ কিছু ছবি তোলেন। জ্যাকি যে ছবিগুলো শেয়ার করেছিলেন সেখানে একটি ছবিতে তাঁর এবং মীনাক্ষীর হাতে একটা গাছের টব ধরে থাকতে দেখা যায়। সেই টবে ভিদু লেখা ছিল।
জ্যাকি এবং মীনাক্ষীর ভক্তরা তাঁদের বহুদিন বাদে একসঙ্গে দেখে দারুন খুশি হয়ে যান। একজন লেখেন, ‘আমার দেখা সেরা জুটি। আমার ভীষণ পছন্দের ছবি এটি।’ আরেকজন লেখেন, ‘আপনাদের শ্রদ্ধা জানাই।’ ‘আপনাদের বহুদিন বাদে একসঙ্গে দেখলাম’ মন্তব্য করেন আরেক ব্যক্তি।
১৯৯৬ সালে ‘ঘাতক’ ছবি করার পর মীনাক্ষী শেষাদ্রি বলিউড ছেড়ে দেন। তিনি এরপর আমেরিকায় চলে যান একজন ইনভেস্টমেন্ট ব্যাংকারকে বিয়ে করে। তাঁর ১৯৯৬ সালে বিয়ে হয়। বর্তমানে তাঁদের দুটি সন্তান আছে।
চলতি বছরের নভেম্বরে তাঁকে জ্যাকির বাড়িতে দেখা গিয়েছিল একটি অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে চিরঞ্জীবী, অনিল কাপুর, টিনা আম্বানি, প্রমুখ উপস্থিত ছিলেন। জ্যাকি আর পুনম ধিলন ৮০ দশকের অভিনেতাদের নিয়ে এই পার্টির আয়োজন করেছিলেন।
গত মাসে ইন্ডিয়ান আইডলে যান মীনাক্ষী। বহুদিন পর তাঁকে পর্দায় দেখা যায়। সেই অনুষ্ঠানে তিনি তাঁর হাতে বানানো দক্ষিণী খাবার নিয়ে এসেছিলেন বিচারকদের জন্য।
For all the latest entertainment News Click Here