হিরের গয়না-গুচির ব্যাগ, সুকেশের থেকে আর কী নিয়েছেন? ইডিকে হিসেব দিলেন জ্যাকলিন
ঠকবাজ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজের সম্পর্ক নিয়ে এখন চর্চার শেষ নেই। ২০০ কোটির প্রতারণার মামলায় সুকেশ জেলে যাওয়ার পর থেকেই ইডি-র দপ্তরে হাজিরা দিতে হয়েছে অভিনেত্রীকে। সঙ্গে একাধিক অন্তরঙ্গ ফোটোর ভাইরাল হওয়া তো আছেই! যদিও নায়িকার দাবি গত বছরের জুলাই মাসে তাঁদের প্রথম দেখা হয়।
India Today-র রিপোর্ট অনুসারে জ্যাকলিন ইডিকে জানিয়েছেন, ‘কাকার মৃত্যুতে সুকেশের খুব মন খারাপ ছিল। আর আমাকে বলেছিল শ্রাদ্ধের জন্য চেন্নাই আসতে।’
নায়িকার কথায়, ‘ও আমার জন্য একটা প্রাইভেট জেট পাঠায় যাতে আমি মুম্বই থেকে চেন্নাই যেতে পারি। তবে এয়ারপোর্টে ও আসেনি। আমাকে ওর লোকেরা হায়াতে নিয়ে আসে। ও দুপুরের দিকে আসে। আমরা একসাথে লাঞ্চ করি। এরপর আমরা স্যুইটের লিভিং রুমে বসে গল্প করি। পরেরদিন সকালে আসে, ব্রেকফাস্ট অর্ডার করে। আমাকে তারপর এয়ারপোর্টে ছেড়ে দেয়। প্রাইভেট জেটে করেই আমি মুম্বই ফিরে আসি।’ আরও পড়ুন: গলায় লাভ বাইট, সুকেশের সাথে ঘনিষ্ঠ ছবি না ছড়ানোর অনুরোধ জানালেন জ্যাকলিন
জ্যাকলিন আরও জানান, কয়েক সপ্তাহ পরেই তাঁদের দ্বিতীয়বার দেখা হয়। চেন্নাইতে আসেন তিনি নিজের এক বন্ধুকে সঙ্গে নিয়ে পাইভেট জেটে চড়ে। দু’বার কেরালা গিয়েছিলেন তিনি সুকেশের সঙ্গেই। ওখানে এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে চড়ে হোটেলে গিয়েছিলেন তিনি। আর এই সাক্ষাৎকারগুলি কাজের সূত্রে নয়, ছিল ব্যক্তিগত!
ইডি এরপর সুকেশকে প্রশ্ন করে, ‘হেলিকপ্টার আর প্রাইভেট জেটের মালিক কে?’ তাতে জ্যাকলিনের উত্তর, ‘আমাকে বলা হয়েছিল এগুলো সুকেশেরই।’
কী কী উপহার নিয়েছেন ঠকবাজ ‘বন্ধু’র থেকে? জ্যাকলিন ইডি-র কাছে স্বীকার করেছেন তিনি তিনটি ডিজাইনার ব্যাক গুচি আর শ্যানেলের থেকে, গুচির দুটো পোশাক, লুই ভিত্যোঁ-র জুতো আর দুটো হিরের কানের দুল। সুকেশ একটি মিনি কুমারও পাঠিয়েছিলেন জ্যাকলিনকে, যা তিনি ফেরত পাঠিয়ে দেন।
For all the latest entertainment News Click Here