হিন্দু হয়ে নামাজ পড়ায় তোপের মুখে মাহির ৬ বছরের মেয়ে! মোক্ষম জবাব অভিনেত্রীর
সোশ্যাল মিডিয়ায় পান থেকে চুন খসলেই বিদ্রুপের মুখে পড়তে হয় তারকাদের। রেহাই নেই খুদেদেরও। এবার নেটিজেনদের রোষের মুখে জয় ভানুশালি ও মাহি ভিজ কন্যা তারা। মাহি ভিজ আর জয় ভানুশালি দু’জনেই হিন্দি টেলিভিশনের চেনা মুখ। ২০১১ সালে বিয়ে করেন তাঁরা, ২০১৯ সালে জন্ম হয় মেয়ে তারার। সোশ্য়াল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় এই তারকা কন্যা। তারার নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে, সেখানে তাঁকে ফলো করে লাখ লাখ মানুষ। মেয়ের সেই অ্যাকাউন্ট পরিচালনা করেন মাহি নিজেই। খুদের নানান কীর্তিকলাপ সেখানে তুলে ধরেন ‘লাগি তুঝসে লগন’ খ্যাত অভিনেত্রী।
শুধু তারাই নয়, এই অ্যাকাউন্টে নিজেদের দুই অপর সন্তান রাজবীর ও খুশির নানান মুহূর্ত শেয়ার করে থাকেন মাহি। জয় ও মাহির কেয়ারটেকারের দুই সন্তান খুশি ও রাজবীর, ২০১৭ সালে তাঁদের দেখভালের যাবতীয় দায়িত্ব নেন এই তারকা দম্পতি। তবে তারার জন্মের পর দত্তক সন্তানদের উপযুক্ত গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠেছে মাহি ও জয়ের বিরুদ্ধে। যদিও সেই নিয়ে বরাবরই কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী। ফের একবার প্রশ্নের মুখে মাহির মাতৃত্ব।
মঙ্গলবার ইনস্টাগ্রামে তারার একটি ভিডিয়ো পোস্ট করেন মাহি। সেখানে দেখা যায় নামাজ পাঠ করছে তারা। ভিডিয়োর ক্যাপশনে লেখা- ‘শুকরান’ (ধন্যবাদ)। এই ভিডিয়ো দেখে অনেকেই যেমন তারাকে ভালোবাসা জানিয়েছেন তেমন ধেয়ে এসেছে কটাক্ষের বন্যাও। হিন্দু হয়েও কেন বাচ্চাকে এই ধরণের শিক্ষা দিচ্ছেন মাহি? কেন এমন ধর্মবিরুদ্ধ আচরণ? প্রশ্ন নেটিজেনদের। একজন লেখেন, ‘সব ধর্মের সম্মান করা উচিত, তবে আপনার মেয়েকে তো পূজা করতে কোনওদিন দেখিনি। জন্মসূত্রে যেই ধর্মের আগে সেই ধর্ম সম্পর্কে তো জানো’।
সোশ্যাল মিডিয়ার এহেন নেতিবাচক মানসিকতায় বিরক্ত মাহি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ট্রোলারদের কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী। মন্দিরে তারার প্রার্থনার একটি ভিডিয়ো শেয়ার করে পালটা জবাব দেন মাহি। তিনি লেখেন, ‘এটা সেই সকল ফালতু লোকজনের জন্য যারা ধর্ম নিয়ে মজা করতে ব্যস্ত। আপনারা চাইলেই তারাকে আনফলো করুন, ওর কোনও নিন্দকের দরকার নেই। আমি মা হিসাবে আমি জানি আমি কী শেখাচ্ছি, নীচু মানসিকতার লোকজনদের শুভেচ্ছা, আপনারা নিজের চড়কায় তেল দিন। এত ঘৃণা দেখে খারাপ লাগে। আমার মেয়ের চিন্তা দয়া করে করবেন না, নিজেদের বাচ্চাদের শেখান’।
ইনস্টাগ্রামে তারার প্রায় সাড়ে তিন লক্ষ ফলোয়ার রয়েছে। মেয়ের জন্মের পর থেকে গ্ল্যামার জগত থেকে দূরেই রয়েছেন মাহি। অভিনয় কেরিয়ারে দাঁড়ি টেনেছেন। ইনফ্লুয়েন্সার মা হয়েই খুশি তিনি।
For all the latest entertainment News Click Here