‘হিন্দু, ব্রাহ্মণ হয়ে ফেজ টুপি পড়ে ইদের শুভেচ্ছা!’ আক্রমণের মুখে জবাব দিলেন শান
সাদা পাঞ্জাবি আর মাথায় ফেজ চুপি পরে যেন নমাজ পড়ছেন। এমনই একটি ছবি পোস্ট করে সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছিলেন সঙ্গীতশিল্পী শান। আর তাতেই বাঁধে গণ্ডোগোল। সোশ্যাল মিডিয়ায় বাঙালি সঙ্গীতশিল্পীর এমন ছবি দেখে সমালোচনার বন্যা বয়ে যায়। অনেকেই প্রশ্ন তোলেন ‘হিন্দু, ব্রাহ্মাণ হয়ে এমন ছবি দিয়ে ইদের শুভেচ্ছা?’ ট্রোলের মুখে এবার উত্তর দিলেন শান।
ট্রোলের মুখে একটি ভিডিয়ো পোস্ট করে জবাব দিয়েছেন শান। যদিও তিনি কোনও সাফাই দেননি। শান বলেন, ২০২০ সালে ‘করম করদে’ বলে একটি মিউজিম ভিডিয়ো বানিয়েছিলেন। যেখানে তিনি ইসলাম ধর্মাবলম্বীদের মতো করে সেজেছিলেন। ছবিটি সেই মিউজিক ভিডিয়োর জন্য তোলা ছবি। শান বলেন, সেই ছবির জন্য যেধরনের নেতিবাচক মন্তব্য উঠে এসেছে, প্রথমে ভেবেছিলেন এড়িয়ে যাবেন। তবে পড়ে ভাবেন কথা বলা দরকার। আর সেকারণেই তিনি এই ভিডিয়ো পোস্ট করছেন। সাফ জানান, এটা কোনও সাফাই নয়।
আরও পড়ুন-দুর্বল চিত্রনাট্য়, সলমনের কিসি কা ভাই কিসি কি জান দেখে সিটি দেবেন ভাবলে হতাশ হবেন
আরও পড়ুন-অ্যাকশনে ভরপুর!গ্যাংস্টার ‘চেঙ্গিজ’-এর গল্প বলতে কতটা সফল জিৎ?
শানের কথায়, কিছুদিন আগে স্বর্ণমন্দিরে গিয়ে মাথার কাপড় ঢেকেও তিনি ছবি দিয়েছিলেন। তখন কিন্তু কেউ প্রশ্ন তোলেননি যে কেন তিনি শিখদের মতো আচরণ করছেন? তাহলে এখন কেন?
শান বলেন, ছোটবেলা থেকেই তিনি যে এলাকায় বড় হয়েছেন, সেখানে ক্রিশ্চান ও ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল অনেক বেশি। তাঁর মুসলিম বন্ধুও রয়েছে, কখনও তাঁদের আলাদা মনে হয়নি। তাঁর কথায়, অন্য ধর্মের পোশাক পরে সেই ধর্মের প্রতি সম্মান দেখানোয় অন্যায় নেই। ভারতবর্ষ উন্নয়নশীল দেশ, আর তিনি হিন্দু ব্রাহ্মণ হওয়ার পাশাপাশি একজন ভারতীয়। তাই মুক্ত চিন্তার ও সহনশীল মানসিকতার হতে হবে। শানের কথায়, ‘ছোটবেলা থেকেই, আমাকে সব উৎসব উদযাপন করতে এবং প্রতিটি ধর্মকে সম্মান করতে শেখানো হয়েছs। আমি এটাই বিশ্বাস করি এবং প্রত্যেক ভারতীয়রও এতে বিশ্বাস করা উচিত। বাকি আপনারা যা ভালো বোঝেন। ভালোবাসুন সম্মান করুন, সংকীর্ণ চিন্তা রাখলে নিজেরই ক্ষতি।’ এদিন ইদি ছাড়াও অক্ষয় তৃতীয়া ও পরশুরামের জন্মোৎসবে শুভেচ্ছাও জানান শান।
For all the latest entertainment News Click Here