হিটম্যানের নেতৃত্বে মুগ্ধ MI কর্ণধার নীতা আম্বানি, জানালেন প্রতিক্রিয়া
টিম ইন্ডিয়াতে রোহিত শর্মার অধিনায়কত্ব দেখে মুগ্ধ মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা আম্বানি। ‘হিটম্যান’কে অধিনায়কের ভূমিকায় দেখে একটা সময় গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল নীতা আম্বানির। আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল নিলাম ২০২২-এর প্রথম দিনে চারজন এবং দ্বিতীয় দিনে ১৭ জন খেলোয়াড়কে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। এখন দলে মোট ২৫ জন খেলোয়াড় রয়েছে। যার মধ্যে আট জন বিদেশী এবং ১৭ জন ভারতীয় খেলোয়াড় রয়েছে।
ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই তার তারকা খেলোয়াড় এবং অধিনায়ক রোহিত শর্মাকে ধরে রেখেছে। যার নেতৃত্বে দলটি রেকর্ড পাঁচবার শিরোপা জিতেছে। রোহিত এখন টিম ইন্ডিয়ার পুরো সময়ের জন্য অধিনায়কত্ব করেন। রোহিতের নেতৃত্বে দল সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে ৩-০ ক্লিন সুইপ করেছে। আইপিএল নিলামের সময় নীতা আম্বানি রোহিতের অধিনায়কত্ব নিয়ে মুখ খোলেন। তিনি জানান রোহিতের নেতৃত্ব দেখে তিনি বেশ মুগ্ধ হয়েছেন।
মুম্বই ইন্ডিয়ান্স সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে আড্ডা দিতে দেখা যায় নীতা আম্বানি, আকাশ আম্বানি ও জাহির খানদের। সেখানেই নেতা রোহিতের প্রশংসা করেন নীতা আম্বানি। এছাড়াও, মুম্বই ইন্ডিয়ান্স ছাড়াও, আন্তর্জাতিক স্তরেও অধিনায়ক হিসাবে রোহিতের সাফল্যের প্রশংসা করেছেন তিনি। নীতা আম্বানি বলেন, ‘মুম্বই ইন্ডিয়ান্স এবং টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে সফল হতে দেখে দারুণ লাগছে। দেখুন আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘রোহিত শর্মাকে আমরা তৃতীয় মরশুমের পরে কিনেছিলাম এবং তাকে একজন অধিনায়কের ভূমিকায় আনি। এখন সে টিম ইন্ডিয়ার অধিনায়কের ভূমিকায় বেড়ে উঠতে দেখে খুব ভালো লাগছে। আমার এবং সমস্ত মুম্বই ইন্ডিয়ানদের জন্য তাদের এইভাবে একটি বিশ্বব্যাপী মঞ্চে দেখতে পাওয়ার অর্থ অনেক।’
For all the latest Sports News Click Here