হাসপাতাল থেকে ফিরেই মায়ের সঙ্গে এয়ারপোর্টে দীপিকা! ‘সব ঠিক তো’ চিন্তায় অনুরাগীরা
দিনকয়েক আগেই দীপিকা পাড়ুকোনের হাসপাতালে ভর্তি হওয়ার খবর রটে গিয়েছিল। যদিও অভিনেত্রী বা তাঁর টিমের তরফে এই খবরে শিলমোহর দেওয়া হয়নি। বৃহস্পতিবার রাতে পিকু অভিনেত্রীকে দেখা গেল মুম্বই এয়ারপোর্টে, মা উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে। কোথায় চললেন তাঁরা, সেটা আপাতত রহস্য।
পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে গাড়ি থেকে নামলেন দীপিকা। সাদা-কালো স্ট্রাইপড সোয়েটার আর কালো হাইনেক টপ পরেছিলেন অভিনেত্রী। সঙ্গে ডেনিম জিন্স। গলায় মাফলার, মুখে কালো মাস্ক। বিমানবন্দরে ঢোকার আগে এক মুহূর্ত দাঁড়ান তিনি। ক্যামেরার দিকে তাকিয়ে হাসতেও দেখা যায়।
সপ্তাহের শুরুতেই পিঙ্কভিলার এক রিপোর্টে দাবি করা হয়েছিল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। শরীরে কিছু অস্বস্তি হওয়ার কারণে একাধিক টেস্টও করা হয়। যদিও সূত্রের খবর এখন ভালো আছএন অভিনেত্রী. কিন্তু চিন্তা কমছে না অনুরাগীদের।
ভিডিয়ো দেখে এক ভক্ত লিখলেন, ‘আমার মনে হয় উনি আমেরিকায় যাচ্ছেন হার্ট চেকআপের কারণে… জলদি সুস্থ হয়ে ফিরে আসো।’ অপরজন লিখলেন, ‘আমরা তোমাকে ভালোবাসি দীপিকা। আশা করি সব ঠিক আছে তোমার সঙ্গে। ভালো হয়ে যাও জলদি।’
চলতি বছরের শুরুতেও হায়দরাবাদে প্রভাসের সঙ্গে ‘প্রোজেক্ট কে’-র শ্যুটের সময় ছুটতে হয়েছিল তাঁকে হাসপাতালে। বেড়ে গিয়েছিল হার্টরেট। সেখানকার হাসাপাতালে নাকি ভর্তিও ছিলেন তিনি। তবে এই খবরেও সত্যতা প্রকাশ করেননি অভিনেত্রী। রণবীর সিং-পত্নীকে শেষ দেখা মিলেছে ‘গেহরাইয়া’-তে। এরপর আসবে পাঠান। হলিউড ছবি ‘ইন্টার্ন’-এর রিমেকেও থাকছেন তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে।
For all the latest entertainment News Click Here