হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইশান, থাকতে হবে ডাক্তারদের পর্যবেক্ষণে
শুভব্রত মুখার্জি: খানিকটা স্বস্তির খবর ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য। হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা ভারতের তরুণ উইকেট রক্ষক ব্যাটার ইশান কিশানকে রিলিজ করা হল হাসপাতালের তরফে। উল্লেখ্য শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০’তে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তরুণ ওপেনিং ব্যাটার ইশান কিশান। শনিবার ম্যাচ শেষের পরে রাতের দিকেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আজ অর্থাৎ রবিবার সকালেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। তবে কনকাশনের কারণে তৃতীয় টি-২০ ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। ইশানের মাথায় আঘাত পাওয়ার পরবর্তীতে তার রেশ এখনও তিনি অনুভব করছেন। তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হলেও থাকতে হবে পর্যবেক্ষণে।
প্রসঙ্গত গতকাল অর্থাৎ শনিবার ভারতের ইনিংসের চতুর্থ ওভারে লাহিরু কুমারের বলে মাথায় আঘাত পেয়েছিলেন ইশান। একটি বাউন্সার খেলতে গিয়ে তা মিস করলে বল সজোরে এসে তার হেলমেটে লাগে। সঙ্গে সঙ্গে তিনি হেলমেট খুলে ফেলেন। শ্রীলঙ্কার ফিল্ডাররাও ছুটে আসেন। তার পাশে এসে জড়ো হন। মাঠেই প্রাথমিক শুশ্রূষা করার পরে কিন্তু ইশান খেলা চালিয়ে কথা জানিয়ে দেন। যদিও তিনি এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ১৫ বলে ১৬ রান করে লাহিরু কুমারার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
পরবর্তীতে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করানোর পরেই সিটি স্ক্যান করা হলেও গুরুতর কিছু ধরা পড়েনি। বিসিসিআইয়ের চিকিৎসক দল তাকে আপাতত সর্বক্ষণের পর্যবেক্ষণে রেখেছে। তৃতীয় ম্যাচে ইশান খেলতে না পারলে, সঞ্জু স্যামসনকে উইকেটকিপিং করতে দেখা যেতে পারে। সেক্ষেত্রে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে জুটি বাঁধতে দেখা যেতে পারে টেস্ট দলের ওপেনার ময়াঙ্ক আগরওয়ালকে।
For all the latest Sports News Click Here