হাসপাতাল থেকে ছাড়া পেয়েও শয্যাশায়ী ছিলেন, এখন কেমন আছেন ম্যাডোনা?
সপ্তাহ খানেক আগেই খবর মিলেছিল গুরুতর অসুস্থ ম্যাডোনা। জানা গিয়েছিল জীবানু সংক্রমণের জেরে হঠাৎই জ্ঞান হারিয়েছিলেন পপ তারকা। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর ICU-তে রাখা হয়েছিল তাঁকে। বেশকিছুদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়িতেও শয্যাশায়ী ছিলেন ম্যাডোনা। কিন্তু এখন কেমন আছেন তিনি? জানতে উদগ্রীব তাঁর অনুরাগীরা।
অনুরাগীদের কথা মাথায় রেখে এবার নিজেই নিজের স্বাস্থ্যের খবর দিলেন ম্যাডোনা। সকলকে ধন্যবাদ জানিয়ে পপ তারকা লেখেন, ‘আপনার ইতিবাচক শক্তি, প্রার্থনা এবং সেরে ওঠতে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমি আপনাদের ভালবাসা অনুভব করেছি। আমি আবারও ফিরে আসছি। আমার জীবনে এই সমস্ত আশীর্বাদের জন্য সকলের কাছে কৃতজ্ঞ। যখন হাসপাতালে আমার জ্ঞান ফিরল তখন আমার প্রথম চিন্তা ছিল আমার সন্তান। আমার দ্বিতীয় চিন্তা ছিল যাঁরা আমার শোয়ের জন্য টিকিট কিনেছেন তাঁদের কাউকে আমি হতাশ করতে চাই না।’
আরও পড়ুন-‘নগ্ন হতে পারব না, তবে OTT-তে সমকামীর চরিত্রে আপত্তি নেই’, বলছেন নার্গিস ফাকরি
ম্যাডোনা আরও লেখেন, ‘আমার শোয়ের জন্য গত কয়েক মাস ধরে যাঁরা আমার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করেছেন আমি তাঁদের হতাশ করতে চাইনি। কাউকে হতাশ করতে আমার ভালো লাগে না। আমার মনোযোগ এখন সুস্থ হয়ে ওঠা। আমি সেরে উঠছি আপনাদের আশ্বাস দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে ফিরে আসব! বর্তমান পরিকল্পনা হল উত্তর আমেরিকা সফরে যাওয়া আর অক্টোবরে ইউরোপে যাব। আপনাদের যত্ন ও সমর্থনের জন্য আমি এর চেয়ে বেশি কৃতজ্ঞ হতে পারি না। ভালবাসা, রইল।’
ম্যাডোনার এই পোস্টের প্রতিক্রিয়ায় অনুরাগীদের অনেকেই ভালোবাসা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘আমরা আপনাকে অনেক ভালোবাসি আপনি আমাদের কখনোই নিরাশ করেননি।’ কেউ লিখেছেন, ‘শীঘ্রই সুস্থ হয়ে উঠুন, আপনাকে মঞ্চে জ্বলতে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এই বিশ্বের আপনার উজ্জ্বল আলো দরকার।’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
এদিকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও শয্যাশায়ীই ছিলেন ম্যাডোনা। ক্রমাগত বমি করে চলেছিলেন, তবে এখন পরিস্থিতি অনেকটাই অনুকূল বলে জানা যাচ্ছে। তবে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন ম্যাডোনা। পপ তারকার সঙ্গে রয়েছেন তাঁর এক মেয়ে ও দুই ছেলে। চিকিৎসকরা বলছেন, ৬৮ বছর বয়সে এসেও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে মঞ্চ কাঁপাচ্ছেন, ওয়ার্ল্ড ট্যুর করে বেড়াচ্ছেন, শরীরের উপর অতিরিক্ত ধকলের কারণেই তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন।
For all the latest entertainment News Click Here