হাসপাতাল থেকে ছবি দিলেন জুবিন, নিজের স্বাস্থ্য নিয়ে কী আপডেট দিলেন?
বিখ্যাত বলিউড প্লেব্যাক সিংগার জুবিন নটিয়াল বৃহস্পতিবার একটি গুরুতর দুর্ঘটনার শিকার হন। বাড়ির সিঁড়ি থেকে পড়ে যান প্রখ্যাত গায়ক জুবিন নওটিয়াল। দুর্ঘটনায় তার কনুই ভেঙ্গে যায় এবং তার পাঁজরে আঘাত লাগে। এ ছাড়া গায়ক মাথায় ও কপালে আঘাত পেয়েছেন। জুবিনকে সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডান হাতে অস্ত্রোপচার করা হয়।
শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় নিজের হেলথ আপডেট শেয়ার করেছেন জুবিন। ছবিতে দেখা গিয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। হাসপাতালের বেডে শুয়ে তাঁকে খাবার খেতে দেখা গিয়েছে। জুবিন জানিয়েছেন তিনি এখন একটু ভালো আছেন। হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন।
ছবির ক্যাপশনে জুবিন লিখলেন, ‘আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য। ভগবান আমার সঙ্গে আছেন এবং এই মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছেন। আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। এবং ধীরে ধীরে সেরে উঠছি। আমার জন্য এরকম অফুরন্ত ভালোবাসা আর প্রার্থনা পাঠানোর জন্য ধন্যবাদ।’
জুবিনের এই পোস্টে ভক্তরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। সঙ্গে কমেন্ট করেছেন তারকারাও। ডান্সার নীতি মোহন লিখেছেন, ‘শীঘ্রই সুস্থ হয়ে ওঠো, তোমাকে অনেক ভালোবাসি।’ র্যাপার বাদশা লিখেলেন, ‘ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তুমি।’
গত কয়েক বছরে বলিউডের অন্যতম লিডিং প্লে-ব্যাক সিঙ্গার জুবিন নটিয়াল। লুট গায়ে, মাস্ত নাজারো সে, তুম হি আনা, রাতাঁ লাম্বিয়া-র মতো অজস্র হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। সম্প্রতি ইয়োহানির সঙ্গে ‘মানিকে মাগে হিতে’ গানটিও ‘থ্যাঙ্ক গড’ ছবির জন্য গেয়েছেন জুবিন। ২০১১ সালে রিয়েলিটি টিভি শো ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’-তে অডিশন দিয়েছিলেন জুবিন নটিয়াল। সেই শো-তে শুরুতেই রিজেক্ট হন গায়ক। এ আর রহমানের পরামর্শ বদলে দিয়েছিল জুবিনের ভাগ্য়। প্রীতমের সুরে ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে গান গেয়ে চর্চায় উঠে আসেন। আপাতত জুবিনকে
For all the latest entertainment News Click Here