হাসপাতালে ভর্তি কাছের মানুষ, মা-কে নিয়ে দেখতে ছুটলেন অর্জুন-বান্ধবী মালাইকা
সম্প্রতি মুম্বইয়ের এক হাসপাতালের বাইরে দেখা মিলল মালাইকা আরোরাকে। খবর, বাবা অনিল আরোরাকে দেখতে এসেছিলেন তিনি, যিনি ভর্তি রয়েছেন এই হাসপাতালে।
কেন মালাইকার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তা জানা যায়নি। দেখা যায় মায়ের হাত ধরে হাসপাতালের সিঁড়ি দিয়ে নামিয়ে আনছেন তিনি। দুজনেরই মুখে মাস্ক। এরপর গাড়িতে উঠে চলে যান। যদিও মালাইকার সঙ্গে দেখা মেলেনি অর্জুন কাপুরের। দীর্ঘবছর ধরে সম্পর্ক তাঁদের। দু বাড়িতেই নাকি বর্তমানে মেনে নিয়েছে এই সম্পর্ক। যে কোনও খারাপ সময়ে তাঁরা একে-অপরকে আগলে রাখারই চেষ্টা করেন। আরও পড়ুন: ‘সঙ্কটজনক’ মাকে ফেলে শিমলাতে শ্যুট করতে যান শাহরুখ! জানালেন মায়া মেমসাব পরিচালক
প্রসঙ্গত, মালাইকার মা জয়েস পলিকার্প এবং বাবা অনিল আরোরার ডিভোর্স হয় যখন অভিনেত্রী মাত্র ১১ বছরের। আর বোন অমৃতা তখন ৬ বছরের। সেই থেকে দুই বোন মায়ের কাছেই মানুষ। তাঁরা মায়ের সঙ্গে চলে আসেন থানে থেকে চেম্বুরে।
বাবা-মায়ের ডিভোর্স প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মালাইকাকে বলতে শোনা গিয়েছিল, ‘মা-বাবার আলাদা হয়ে যাওয়া আমার মা-কে আলাদা একটা লেন্স দিয়ে নিজেকে দেখার সুযোগ করে দিয়েছিল। কীভাবে কঠিন হতে হবে। কাজের প্রতি নিষ্ঠাবান হতে হবে। রোজ সকালে উঠে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে আর্থিকভাবে স্বাধীন থাকার জন্য। আর এই শিক্ষাই আমাকে পরবর্তীকালে সাহায্য করেছে। এখনও আমি স্বাধীনতা প্রিয়। কাজই আমার জীবনর সবচেয়ে বড় অগ্রাধিকার।’
সম্প্রতি কাজ ও প্রেমিক অর্জুন প্রসঙ্গে কথা বলার সময় এক সাক্ষাৎকারে মালাইকাকে বলতে শোনা যায়, ‘আমার তো মনে হয় জীবনের সেরা সময়ে এখন আছি আমি। আরও ৩০ বছর এভাবে কাজ করে যেতে চাই। নতুন নতুন ব্যবসা করতে চাই। আরও অনেক ঘুরতে চাই। অর্জুনের সঙ্গে একটা বাড়ি বানাতে চাই। আমাদের সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চাই। যার জন্য আমরা দুজনেই এখন প্রস্তুত।’
প্রসঙ্গত ১৯৯৮-সালে ভালোবেসেই আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা অরোরা তাঁদের এক সন্তানও হয়। তাঁদের ছেলে আরহানের বয়স এখন ২০। দীর্ঘ ১৮ বছর পর দাম্পত্য জীবনে ইতি টানেন আরবাজ-মালাইকা। ২০১৬ সালেই আরবাজের সঙ্গে দাম্পত্য জীবনে ইতি টানেন। যদিও ছেলের দায়িত্ব নেন তাঁরা যৌথভাবে। সঙ্গে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। এখন দেখার কবে বসেন তাঁরা ছাদনাতলাতে।
For all the latest entertainment News Click Here