হাসপাতালে ভর্তি ‘উমা’ খ্যাত অভিনেত্রী, শ্যুটিং সেটে জুটল ‘অমানবিক’ ব্যবহার!
বাংলা টেলিভিশন জগতের পরিচিত নাম মৈত্রেয়ী মিত্র (Maitryee Mitra)। দীর্ঘ দু-দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। ‘গ্রামের রানি বাণীপাণি’, ‘তিতলি’, ‘উমা’র মতো একাধিক সিরিয়ালের দর্শক পছন্দ করেছে মৈত্রেয়ীর পারফরম্যান্স। তাঁর অনুরাগীদের জন্য রয়েছে খারাপ খবর। হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী। শ্যুটিং সেটেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে তারপরের ঘটনা আরও বিস্ফোরক।
ফেসবুক পোস্টে নিজের অসুস্থতার কথা জানিয়ে সবটা খোলসা করেছেন অভিনেত্রী। আপতত শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ফেসবুকের দেওয়ালে নিজের জীবনের ‘অনভিপ্রেত, দুঃখজনক এবং খানিকটা অভিমানের’ ঘটনা তুলে ধরেন তিনি।
অভিনেত্রী জানান, ১০ই অক্টোবর শ্যুটিংয়ে গিয়ে ঘন্টা আটেক পা ঝুলিয়ে বসে থাকবার পর সোজা হয়ে দাঁড়াতেই পারছিলেন না তিনি। একটি শারীরিক সমস্যা রয়েছে মৈয়েত্রী-র। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে বলে Gout এবং চলতি বাংলায় যাকে গেঁটে বাত। এর জেরেই সমস্য়া, এমনটাই ভেবেছিলেন তিনি। তবে ওষুধ খেয়ে পরদিন সময়মতো সেটে পৌঁছান। অসহ্য যন্ত্রণা সত্ত্বেও পেশাদারিত্ব থেকে পিছু হটেননি। এরপর কী ঘটে?
অভিনেত্রী লিখেছেন, ‘ধীরে ধীরে জ্বর বাড়তে লাগল। দাঁতে দাঁত চেপে বসে রইলুম। আমাকে রেডি করাতে এসে ওরা দেখল আমার গা পুড়ে যাচ্ছে, তখন আমার বসার ক্ষমতাটুকুও নেই। আপনারা আমাকে বলতেই পারেন আমার আগেই জানানো উচিৎ ছিল তাহলে এতক্ষণ কষ্ট পেতে হত না।
মজার ব্যাপার কি জানেন ইউনিট জানতে পারার পর প্রায় আড়াই ঘন্টা লেগেছিল আমায় ছাড়বে কিনা সেই সিদ্ধান্ত নিতে। অনেকের মনে হয়েছিল অন্য কোনো কাজের যোগাযোগ হয়েছে বলে বেড়িয়ে যেতে চাইছি। আজ অনেককেই বলতে ইচ্ছে করছে অভিনয় আমাদের পুজো, মিথ্যের আশ্রয় নেবার জন্য অভিনয় অনেককেই করেন না, যদি কেউ করে থাকেন তার সঙ্গে সকলকে এক করে ফেলা বোধহয় ঠিক নয়।’
সব শেষে আফসোসের শুরু তিনি লেখেন, ‘আজ হাসপাতালে ভর্তি হয়ে কয়েকজন মানুষের কাছে প্রমাণ করতে পারলাম আমি সেদিন সত্যিই অসুস্থ ছিলাম। পর্দার অভিনয় জীবনের চলার পথে আমায় করতে হয়নি’।
মৈয়েত্রী-র পোস্টে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেতা ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মানসী সেনগুপ্তরা। পাশাপাশি অভিনেতা ও বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় লেখেন- ‘এই ঘটনাটি ফোরামের জানা উচিৎ। মেডিক্যাল এমার্জেন্সির সময় কারুর তোমাকে হেনস্থা করবার অধিকার নেই। আর হ্যাঁ শোনো টাকা রোজগার করতে যাওয়া মানে নিজেদের বলিপ্রদত্ত করা নয় বা তাদের চৌহদ্দি তে বসে মোসাহেবী করা নয়।’
For all the latest entertainment News Click Here