হালখাতা-মিষ্টি-ক্যালেন্ডারে এল নববর্ষ, শুভেচ্ছা কবীর সুমন-শ্রীলেখা-শ্রাবন্তীদের
ভালোয় মন্দয় কেটে গেল আস্ত একটা বছর। ১৪২৯ পার করে নতুন ভোরের আলোর সঙ্গে এল ১৪৩০। বাংলার, বাঙালির আজ পয়লা বৈশাখ। দোকানে দোকানে চলছে হালখাতা। হাতে মিষ্টির প্যাকেট আর নতুন ক্যালেন্ডার ঝুলিয়ে বাড়ি ফেরার দিন আজ। দুপুরের মেনুতে জমিয়ে মাংস ভাত, কিংবা আদ্যোপান্ত বাঙালি খাবার খাওয়ার পালা। বাইরে বেরোলেও শাড়ি, পাঞ্জাবি মাস্ট! এমন দিনে সেলেবরা তাঁদের ভক্তদের শুভেচ্ছা জানাবেন না হয়! তাই তো কবীর সুমন থেকে শ্রীলেখা মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায় সকলেই ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা পাঠালেন।
এদিন সকাল সকাল কবীর সুমন তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তাঁর অনুরাগীদের শুভেচ্ছা জানান। ফেসবুকের এই পোস্টে গায়ক লেখেন, ‘শুভ নব বৈশাখ, আমার মাভাষা! আমার মাভাষায় খেয়াল! শুভ শুভ শুভ!’
অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাঁর একটি ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানান। ছবিতে তাঁকে একটি লাল রঙের ভেলভেট শাড়ি এবং ম্যাচিং ব্লাউজ পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে গলায় জড়োয়া হার। নমস্কার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। এই ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘নববর্ষের নতুন আলোয় উজ্বল হয়ে উঠুক সকলের জীবন। শুভ নববর্ষর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।’ এছাড়া তিনি একটি রিলস পোস্ট করেন। সেখানে তিনি সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলা ছবি দেখার অনুরোধ জানান।
শ্রীলেখা মিত্র অবশ্য এদিন একটু মজার ছলেই পোস্ট করলেন। কদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শুভেচ্ছা বা অভিনন্দন না জানিয়ে সবাই যেন শুভনন্দন বলেন। সেই প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘শুভ নববর্ষের অভিনন্দন বলব নাকি শুভনন্দন সেটা ভাবতে গিয়েই দেরি হয়ে গেল!’ তাঁর এই পোস্টে অনেকেই মজা পেয়েছেন।
অন্যদিকে অভিনেত্রী দেবলীনা কুমার তাঁর ভালোবাসার মাধ্যমেই সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন বছরের। তিনি একটি নাচের ভিডিয়ো পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে তাঁকে একটি বিহু গানে নাচতে দেখা যায়। বসন্ত বহিল সখি গানটিতে নেচে সেটাকে তিনি ‘মনে প্রাণে বাঙালি’ ক্যাপশনে দিয়ে পোস্ট করেন। অভিনেত্রী ঐন্দ্রিলা বোস তাতে কমেন্ট করে লেখেন,’শাড়িটা কী সুন্দর।’ অনেকেই তাঁকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।
For all the latest entertainment News Click Here