হার্ভার্ডে বিশেষ ক্লাস করবেন পাকিস্তানের বাবর ও রিজওয়ান, ‘গড়লেন ইতিহাস’!
হার্ভার্ড বিজনেস স্কুলের বিশেষ প্রোগ্রামে যোগ দিতে চলেছেন বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ দাবি করেছেন, প্রথম ক্রিকেটার হিসেবে হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগামে যোগ দিতে চলেছেন দুই তারকা। আগামী ৩১ মে থেকে ম্যাসচুয়েটসের বস্টনে সেই বিশেষ প্রোগাম শুরু হতে চলেছে। চলবে আগামী ৩ জুন পর্যন্ত। উল্লেখ্য, অতীতে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা গোলকিপার অলিভার কান, স্পেনের তারকা জেরার্ড পিকে, ব্রাজিলের মহাতারকা কাকার মতো খেলোয়াড়রা হার্ভার্ড বিজনেস স্কুলের বিশেষ প্রোগ্রামে যোগ দিয়েছিলেন।
রবিবার টুইটারে লতিফ বলেন, ‘বিশেষ প্রোগ্রামের জন্য বাবর আজম, মহম্মদ রিজওয়ান এবং মেন্টর তালহা রেহমানির সামনে হার্ভার্ড যাওয়ার সুযোগ আছে। নিজেদের মেন্টর তথা সায়া কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও সিইও তাহলহা রেহমানির সঙ্গে হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগামে যোগ দেবেন একদিনের ক্রিকেটের বিশ্বের এক নম্বর ব্যাটার এবং (পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের) অধিনায়ক বাবর আজম এবং পাকিস্তান টেস্ট দলের সহ-অধিনায়ক তথা উইকেটকিপার মহম্মদ রিজওয়ান। যা বিজনেস অফ এন্টারনেট, মিডিয়া এবং স্পোর্টসের কোর্সে যোগ দেবেন তাঁরা। প্রথম ক্রিকেটার হিসেবে সেই কোর্সে যোগ দেবেন।’
আরও পড়ুন: ইফতিকার আহমেদকে ‘চাচু’ বলে সম্বোধন! ‘আমি লজ্জিত’ জানালেন ‘উদ্যোক্তা’ দলনায়ক বাবর আজম
ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, ওই কোর্সে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে করাচি থেকে আমেরিকায় চলে গিয়েছেন বাবর এবং রিজওয়ান। চারদিনের সেই কোর্সে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছেন পাকিস্তানের উইকেটকিপার। আন্তর্জাতিক মঞ্চে এরকম সম্মানজনক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারার বিষয়টি অত্যন্ত গর্বের।’
ওই প্রতিবেদন অনুযায়ী, রিজওয়ান আরও বলেছেন যে ‘বিশ্বের সেরার সেরাদের থেকে শেখার জন্য হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগামের বিজনেস অফ এন্টারনেট, মিডিয়া এবং স্পোর্টসের কোর্সে যোগ দিতে চলেছি। একইসঙ্গে নিজেদের যাত্রা এবং আমরা যা যা শিখেছি, সেটা সকলের জন্য ভাগ করে নেওয়ার জন্য মুখিয়ে আছি। আমি নিশ্চিত যে এটা দারুণ বিষয় হবে। বিশ্ব ক্রিকেটের পরবর্তী সুপারস্টারদের আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে মুখিয়ে আছি আমরা।’
আরও পড়ুন: দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছেন বাবর আজম! সমালোচনার মুখে পাকিস্তানের ক্যাপ্টেন
একইসুরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাবর। ওই প্রতিবেদন অনুযায়ী, বাবর বলেছেন যে ‘আমি বরাবর যে কোনও জিনিস শিখতে মুখিয়ে থাকি। ওই কোর্স নিয়ে প্রফেসর এলবার্স এবং রেহমানির সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে আমার।’ সঙ্গে পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক জানান, হার্ভার্ডের বিশেষ কোর্সের মাধ্যমে বিভিন্ন বিষয় শিখতে পারবেন, নয়া বিষয় জানতে পারবেন। যা অন্যদের সঙ্গে ভাগ করে মুখিয়ে আছেন বলে জানান বাবর।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here