হার্দিক যেন পিকে! রিঙ্কুর কাছে ৫ ছক্কা যশকে দেন ‘পেপটক’, ফাঁস করলে নিজেই
এই মরশুমের আইপিএলে প্রথম পর্বে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটানস ম্যাচে রুদ্ধশ্বাস জয় পায় নীতীশ রানার দল। শেষ ওভারে রিঙ্কু সিং পরপর ৫টি ওভার বাউন্ডারি মেরে ম্যাচ জেতায় কেকেআরকে। তাঁর অবিশ্বাস্য ব্যাটিং দক্ষতা হইচই ফেলে দেয় চারিদিকে। প্রশংসাও করেন প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা। শনিবার ক্রিকেটের নন্দনকাননে তারই মধুর বদলা নিল গুজরাট টাইটানস। কলকাতার দেওয়া ১৮০ রানের লক্ষ্যমাত্রা ১৩ বল বাকি থাকতেই সেই রান তুলে ফেলে।
প্রথম পর্বে গুজরাটের সঙ্গে সাক্ষাতে শেষ ওভারে কলকাতার জিততে গেলে প্রয়োজন ছিল ২৮ রান। রিঙ্কু সিং বাঁহাতি জোরে বোলার যশ দয়ালকে পরপর পাঁচটি ছক্কা মেরে কলকাতার নাটকীয় জয় এনে দেন। সেই থেকে দয়াল টাইটানসের প্রথম একাদশে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন। যদিও দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া আগেই জানিয়েছেন, এই বোলার ফিটনেসের সমস্যায় ভুগছেন। নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলেননি অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ওই ম্যাচে শারীরিক অসুস্থতার জন্য নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। দলকে নেতৃত্ব দেন রশিদ খান। ম্যাচে যশ দয়ালের হতাশাজনক বোলিংয়ের পর তাঁর সঙ্গে কথা বলেন হার্দিক। এইভাবে হারার পর দলের ক্রিকেটারদের সঙ্গে কী হয়েছিল, তা নিয়ে জিও সিনেমাতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার সঙ্গে একটি আলাপচারিতা করেন হার্দিক।
সেই অনুষ্ঠানেই তিনি জানান, ‘আমি ওই ম্যাচে সুস্থ ছিলাম না তাই খেলিনি। আমাকে কিছু না বলে বিক্রম শোলাঙ্কি জানিয়ে দেয়, আমরা একটা গেট টুগেদার করবো আজকে। কারণ আমাদের ভাবনা চিন্তা খুব পরিষ্কার। কোনও ম্যাচ হেরে গেলে তারপরেই আমরা এইরকম অনুষ্ঠান করে থাকি। আমি সেই সময় যশকে বলি, আমি জানি এটা নিয়ে এখন ঝড় বয়ে যাচ্ছে। কারণ এটা একটা জনপ্রিয় খেলা। সবাই তোমাকে মনে রাখবে।’ পান্ডিয়া আরও জানিয়েছেন, তাঁর সঙ্গে কথা হওয়ার পর সকলেই আনন্দের মেজাজে ফিরে আসেন। কলকাতার বিরুদ্ধে হারের পরও তারা নাচ,গান করেন।
শনিবার ইডেন গার্ডেন্সে জেতার পর গ্রুপ টেবিলে এক নম্বর স্থানে উঠে এসেছে গুজরাট টাইটানস। কলকাতার দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ করার পিছনে অসাধারণ ব্যাটিং করেন ডেভিড মিলার এবং বিজয় শংকর। দু’জনেই দুরন্ত অর্ধশতরান করেন। শুভমন গিল ৩৫ বলে ৪৯ রান করে আউট হন। গুজরাটের হয়ে ৩৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন মহম্মদ শামি।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here