হার্দিক নেই কিন্তু ওর অবদান ভুলব না, বললেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত
আসন্ন আইপিএল মরশুমে গুজরাট টাইটানসের অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন রোহিত শর্মা। প্রাক্তন সতীর্থ হার্দিক পান্ডিয়াকে তার নতুন ভূমিকার জন্য শুভকামনা জানিয়েছেন রোহিত।হিটম্যানবললেন, অধিনায়ক হিসেবে এটা একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে হার্দিকের। হার্দিকের প্রশংসা করে রোহিত বলেছেন এই প্রাক্তন অলরাউন্ডার তার দলের সাফল্যের জন্য একটি বিশাল ভূমিকা পালন করেছিলেন।
রোহিত বলেন মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের জন্য হার্দিকের কৃতিত্বকে ভোলেননি। দলের সাফল্যের পিছনে যে হার্দিকের প্রভাবশালী ভূমিকা রয়েছে সেটাই জানান তিনি। হার্দিক বর্তমানে অন্য ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক। এমন অবস্থাতেও হার্দিকের অবদানকে ভোলেননি হিটম্যান। ভার্চুয়াল প্রেস কনফারেন্সে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা বলেন,‘হার্দিক পান্ডিয়ার অবদানকে মুম্বই ইন্ডিয়ানরা উপেক্ষা করতে পারে না। সে আমাদের জন্য চমৎকার কাজ করেছে। সে এখন আইপিএল ফ্র্যাঞ্চাইজির একজনের অধিনায়ক,তার জন্য শুভকামনা।’
মুম্বই ইন্ডিয়ান্স তাদের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে আইপিএল ২০২২ মেগা নিলামের আগে ধরে রাখে নি। তারপরে আসন্ন মরশুমের জন্য গুজরাট টাইটানস তাকে ১৫ কোটি টাকা দিয়ে তাদের অধিনায়ক করেছে। যদিও বরোদা অলরাউন্ডারের আইপিএলে নেতৃত্ব দেওয়ার পূর্ব অভিজ্ঞতা নেই। এমন অবস্থায় প্রাক্তন নেতার থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে খুশি হবেন হার্দিক পান্ডিয়া।
For all the latest Sports News Click Here