হার্দিকের বলে বড় শট মেরেই নাচতে শুরু করলেন কোহলি! ভাইরাল বিরাটের ভিডিয়ো
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। এবার বিরাট কোহলিদের লক্ষ্য হল একদিনের ক্রিকেট। সিরিজের প্রথম ওডিআইয়ের খেলতে মাঠে নেমে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যকার তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বার্বাডোজে। এই ম্যাচের জন্য, টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা নেটে কঠোর অনুশীলন করেছিলেন। ভারতীয় ওডিআই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পান্ডিয়াকে নেটে অনুশীলন করতে দেখা গিয়েছিল। নেটে প্রচণ্ড বোলিংও করতে দেখা গেছে তাঁকে। নেটে বিরাট কোহলিকেও বল করেছিলেন হার্দিক পান্ডিয়া।
নেটে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার লড়াইয়ের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বর্তমানে খুব ভাইরাল হচ্ছে। আসলে এই ভিডিয়োতে দেখা গেছে হার্দিকের বলে একটা চাবুক শট মারেন বিরাট কোহলি। এটি দেখে হার্দিক কিছুটা হতাশ হয়ে বোলিংয়ে ফিরে যান। কিন্তু হার্দিক আবার লাইন আপে ফিরে আসার সঙ্গে সঙ্গে বিরাট কোহলি চারের ইঙ্গিত দিয়ে নেটের মধ্যেই নাচতে শুরু করেন।
অনুশীলনের সময় হার্দিকের সঙ্গে মজা করার বিরাট কোহলির এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে এবং ভক্তরাও এই ভিডিয়োটিকে খুব পছন্দ করছেন। হার্দিক অলরাউন্ডার হিসেবে দলের হয়ে খেলছেন। তিনি ভারতীয় দলের হয়ে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দল ওডিআইয়ের আগে টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে। টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। প্রথম টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারিয়েছে ভারত। এরপর দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়ার জয় প্রায় নিশ্চিত হলেও বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা আর খেলা সম্ভব হয়নি। এই কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচটি ড্র হলেও টিম ইন্ডিয়া নিশ্চিতভাবে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ওয়ানডে ম্যাচটি বিরাট কোহলির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই সিরিজে বড় রেকর্ড গড়তে পারেন কিং কোহলি। প্রকৃতপক্ষে, তিনি ওয়ানডেতে দ্রুততম ১৩,০০০ রানে পৌঁছানো থেকে মাত্র ১০২ রান দূরে রয়েছেন। এমন পরিস্থিতিতে এই সিরিজে এই অবস্থান অর্জনের সুবর্ণ সুযোগ রয়েছে তার। উল্লেখযোগ্যভাবে, কোহলি ভারতের হয়ে ২৭৪টি ওডিআই খেলেছেন। এতে তিনি ৪৬টি সেঞ্চুরি ও ৬৫টি হাফ সেঞ্চুরির সাহায্যে ১২৮৯৮ রান করেছেন। ম্যাচের কথা বললে, এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের ২.৪ ওভারেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট তুলে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। কাইল মেয়ার্সকে সাজঘরে ফিরিয়েছিলেন তিনি।
For all the latest Sports News Click Here