হারের পর প্রকাশ্যেই ক্যাচ ফেলা নিয়ে সরব হলেন RCB ক্যাপ্টেন ফাফ
IPL-2022-এর তৃতীয় ম্যাচটি ২৭মার্চ পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে খেলা হয়েছিল। যেখানে পঞ্জাব পাঁচউইকেটে রূদ্ধশ্বাস এই ম্যাচ জিতেছিল। মরশুমের প্রথম ম্যাচে হেরে হতাশ আরসিবি অধিনায়ক ফাফ ডু’প্লেসি। তিনি জানিয়েছিলেন কী কারণে RCB এই ম্যাচে ২০০-র বেশি রান করেও হারে। ব্যাঙ্গালোরের নতুন অধিনায়কের মতে ওডেন স্মিথের ইনিংসই তাদের হারিয়ে দেয়। ৮ বলে অপরাজিত ২৫ রান করা ওডেন স্মিথের ক্যাচ যদি আগেই নিতে পারত RCB-র অনুজ রাওয়াত তাহলে এমনটা হত না বলে মনে করেন ফাফ। তাঁর মতে ক্যাচ ড্রপের মাশুল ম্যাচ হেরে দিতে হয়েছে RCB কে।
আসলে পঞ্জাবের ইনিংসের সময় ১৭তম ওভারে হার্ষাল প্যাটেলের বলে স্মিথের ক্যাচ ফেলে জীবন দেন অনুজ রাওয়াত। পরের ওভারে মহম্মদ সিরাজের বিরুদ্ধে তিনটি ছক্কা ও একটি চার মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ক্যারেবিয়ান তারকা। এক ওভার বাকি থাকতেই পঞ্জাবকে ম্যাচ জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন স্মিথ। এই কারণেই ম্যাচ হারের প্রধান কারণ স্মিথের ক্যাচ ফেলাকেই মনে করা হচ্ছে।
তবে যদি RCB বোলিং-এর দিকে নজর দেওয়া যায় তাহলে ব্যাঙ্গালোরের ম্যাচ হারার আরও কারণ পাওয়া যাবে। যেমন এদিন RCB-র কোনও বোলারই সফল হতে পারেননি। ডেভিড উইলি ৩ ওভারে ৯.৩৩ গড়ে দিয়েছেন ২৮ রান। মহম্মদ সিরাজ চার ওভারে দু উইকেট নিলেও ১৪.৭৫ গড়ে খরচ করেছেন ৫৯ রান। শাহবাজ আহমেদ ১ ওভারে দিয়েছিলেন ৬ রান। আকাশ দীপ ৩ ওভার বল করে ৩৮ রান দিয়েছেন। হাসারাঙ্গা শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত চার ওভার বল করে দিয়েছিলেন ৪০ রান। আর হার্ষাল প্যাটেল চার ওভার বল করে এক উইকেট নিয়ে খরচ করেন ৩৬ রান। বিশেষজ্ঞরা মনে করেন যেহেতু পরে বল করতে গিয়ে শিশিরের সমস্যায় পড়তে হয় তাই এমন খারাপ পারফরমেন্স করেন RCB বোলাররা। তবু এই ম্যাচে বোলারদের থেকে সেই রকম সাহায্য না পেয়েই হারতে হয়েছিল RCB কে। কারণ সে ভাবে কোনও ইয়র্কও দেখা যায়নি হার্ষাল-সিরাজদের কাছ থেকে। তবে ব্যাঙ্গালোরের হারের অন্যতম কারণ ছিল পঞ্জাবের ব্যাটিং শক্তি। এই কারণে ২০৫ রান করেও হারতে হয়েছে বিরাট কোহলিদের।
For all the latest Sports News Click Here