হারানো ভাইকে খুঁজে পেল পর্দার ঝিলিক, তিথি জানালেন এবার খোঁজার পালা ‘মা’কে
২০০৯ থেকে ২০১৪, প্রায় ৫ বছর ধরে চলা বাংলার অন্যতম মেগা সিরিয়াল ‘মা’ এর ঝিলিক এখন আর ছোটটি নেই। তিনি যথেষ্ট বড় হয়েছেন। বড় হয়েছেন তাঁর দাদা, বিল্টুও। কিন্তু ধারাবাহিকে তো তাঁদের মিল হয়েছিল না। গোটা ধারাবাহিকেই ঝিলিক তাঁর মাকে খুঁজে কাটিয়ে দিয়েছিল। কিন্তু এবার মনে হচ্ছে তিনি তাঁর পরিবারের কাউকে খুঁজে পেয়েছেন।
সম্প্রতি ঝিলিক আর ওর হারিয়ে যাওয়া ভাই বিল্টুর দেখা মিলল একসঙ্গে। তবে কি নিজের পরিবারকে খুঁজে পেয়েছেন তিনি? উত্তরটা ঝিলিক ওরফে তিথি বসু নিজেই দিলেন।
রবিবার, ২৬ মার্চ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন টিথিম সেখানে তাঁর তাঁর সঙ্গে আয়ুষ দাসকে দেখা যায়। ফেসবুকে এই ছবি পোস্ট করে তিথি লেখেন, ‘বিল্টু আর ওর হারিয়ে যাওয়া দিদি পরী (ঝিলিক)! অবশেষে দিদিকে খুঁজে পেল তার ভাই! এবার এক সঙ্গে মাকে খোঁজা হবে!’ তিনি তাঁর এই পোস্টে নিজেদের অফস্ক্রিন সম্পর্কের কথাও জানান। তাঁদের বন্ডিংয়ের বিষয়ে লেখেন, ‘অনস্ক্রিন ভাই হতে হতে কবে যে সত্যিই নিজের ভাই হয়ে গেছে বুঝিনি!’ জানান প্রায় এক দশক পর তাঁদের আবার দেখা হল।
ছবিতে আয়ুষকে একটি হলুদ টিশার্ট এবং জিন্সে দেখা গিয়েছে। অন্যদিকে তিথির পরনে ছিল প্রিন্টেড শার্ট এবং জিন্স। দুজনে হাসিমুখে ক্যামেরায় ধরা দিয়েছেন।
অনেকেই তাঁদের এই পোস্টে মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘দুজনেই অনেকটা বড় হয়ে গেছ।’ আরেক দর্শক জানান, ‘সেই দিনগুলো মিস করি।’ এক নেটিজেন লেখেন, ‘বাহ, দুজনকেই ভালো লাগছে।’
বর্তমানে আয়ুষকে একাধিক সিরিয়াল, সিনেমায় দেখা গেলেও তিথিকে আর পর্দায় দেখা যায়। আয়ুষ এখন জমিয়ে একটার পর একটা কাজ করে চলেছেন।
For all the latest entertainment News Click Here