হারত বলে ভারত আগেও আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি-আজব দাবি পাক প্রাক্তনীর
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পুরুষদের ক্রিকেটে প্রায় এক বছর পর আবার মুখোমুখি হতে চলেছে। কারণ দুই দল প্রথমে এশিয়া কাপ এবং তার পর ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপে অংশ নেবে। ব্লকবাস্টার এই লড়াই হওয়ার কথা আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান আর ভারত সফর করেনি। ৭ বছর পর তারা আবার ওডিআই বিশ্বকাপ খেলতে ভারতে আসবে।
দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে দুই দেশ আর দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয় না। ভারত এবং পাকিস্তান এখন শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট এবং এশিয়া কাপেই অংশ নেয়। ওডিআই বিশ্বকাপে ভারতএখনও পাকিস্তানের কাছে হারেনি। তবে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমদের কাছে একেবারে ১০ উইকেটে হেরে গিয়েছিল ভারত। গত বছর অর্থাৎ ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের মধ্যে একটি রোমাঞ্চকর ম্যাচ হয়েছিল। যে ম্যাচে ভারত চার উইকেটের জয় ছিনিয়ে নিয়েছিল।
আরও পড়ুন: ৭৫ করে দলকে জেতালেন ব্রুক, সঙ্গে গড়ে ফেললেন দ্রুততম হাজার রানের রেকর্ড
পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রজ্জাক ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ শুরুর জন্য সরব হয়েছেন। রাজ্জাক ইএইচক্রিকেটকে বলেছেন, ‘আমরা পারস্পরিক শ্রদ্ধা এবং বন্ধুত্ব শেয়ার করি। একমাত্র ভারতীয় দল আছে, যারা পাকিস্তানের বিপক্ষে খেলে না। ১৯৯৭-৯৮ সাল থেকে ওরা আমাদের বিরুদ্ধে খুব বেশি খেলেনি। কারণ আমরা খুব ভালো ছিলাম, ভারত সব সময়ে হারত। এখন, পরিস্থিতি বদলেছে, আমরা ২০২৩-এ আছি। কিন্তু আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। কোনও দলই বড় বা ছোট নয়, দিনের পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: ODI সুপার লিগ মরেনি- WC কোয়ালিফায়ারে ডাচেদের পারফরম্যান্সের পর দাবি ICC প্রধানের
তিনি যোগ করেছেন, ‘দু’টি দলই ভালো। পাকিস্তান দলকে দুর্বল বলা যাবে না। আপনি অ্যাশেজ সিরিজ দেখেছেন, কোন দল ভালো বলতে পারেন? যে দল ভালো পারফরম্যান্স করে, তারাই জয়ী হয়। আমাদের এই সব বিষয় থেকে বেরিয়ে আসতে হবে এবং একে অপরের বিরুদ্ধে ম্যাচ, সিরিজ খেলতে হবে।’
কানাডায় অনুষ্ঠিত পাঁচটি ওডিআই ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজের পর থেকে, রাজনৈতিক উত্তেজনার কারণে ২০০৪ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত সেই বছর পাকিস্তান সফর করে। টেস্টে পাকিস্তানকে ২-১ ব্যবধানে পরাজিত করার আগে, ওডিআইতে ৩-২ জিতেছিল।
ওডিআই বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা হবে ১৫ অক্টোবর। সেমিফাইনালে দুই দল মুখোমুখি হলে সংঘর্ষ হবে কলকাতায়।
For all the latest Sports News Click Here