হায়দরাবাদে রমরমিয়ে চলত দেহব্যবসা, গ্রেফতার মুম্বইয়ের এক স্ক্রিপ্টরাইটার সহ ৮
সাইবেরাবাদের পুলিশ গত শুক্রবার, ২৭ জানুয়ারি ৮ জনকে গ্রেফতার করে হায়দ্রাবাদে যৌনব্যবসা চালানোর অপরাধে। এই ৮ জনের মধ্যে মুম্বইয়ের একজন ফিল্মের গল্প লেখক আছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আসে যে তাঁরা এই শহরে দেহব্যবসা চালাচ্ছেন। অভিযুক্তের নামে অন্তত ৪টি কেস নথিভুক্ত হয়েছে বলে জানা যায়। ইমমরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্টের অধীনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর টানা এক সপ্তাহ অপারেশন চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয় বলে জানান অফিসাররা। যাঁরা গ্রেফতার হয়েছেন তাঁদের মধ্যে এক বাংলাদেশী মহিলাও আছেন। তিনি মূলত এই ব্যবসা চালাতেন।
এই অপারেশনের সময় পুলিশ ২৮ বছর বয়সী মোহিত সৎপাল গর্গকে গ্রেফতার করেন। মোহিত বলিউডের সিনেমার জন্য গল্প লেখেন এবং এই ব্যবসার যে যোগাযোগ ব্যবস্থা সেটা চালাতেন। ২০২০ সাল থেকে তিনি প্রায় ৩০০ থেকে ৪০০ জনকে এই অন্ধকার দুনিয়ার দিকে ঠেলে দিয়েছেন। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা থেকে মহিলাদের এনে দেহব্যবসায় যুক্ত করতেন তিনি।
অভিযুক্তদের মধ্যে আরেকজন হলেন জয় সাহা। তাঁর বয়স ৪০ বছর। তিনিও এই এক কাজ ২০১৮ সাল থেকে করে আসছেন বলেই জানা গিয়েছে। মহিলাদের এনে তাঁদের হায়দ্রাবাদের বিভিন্ন হোটেলে পাঠাতেন তিনি। এমনই পুলিশের তরফে জানানো হয়েছে।
এছাড়া অভিযুক্তদের মধ্যে আছেন জানওয়ার বিশাল, মহম্মদ সোহেল আহমেদ, মহম্মদ খালিল, মেহেদী দাস, মুন্থা শ্রীকান্ত। গ্রেফতার হওয়া বাংলাদেশী মহিলার নাম মোল্লা নাসরিন। তাঁর বয়স মাত্র ২৬! পুলিশের এঁদের থেকে ৩৫টা ফোন, ৫টা ল্যাপটপ, দুটো ট্যাবলেট, একটা সোয়াইপিং মেশিন, দুটো স্ক্যানার, তিনটি বাইক, একটি গাড়ি এবং ২৫টি প্যান এবং ডেবিট কার্ড উদ্ধার করেছে।
সাইবেরাবাদের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের তরফে পুলিশ জানিয়েছে যে এই দল ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েদের নিয়ে এসে এই ব্যবসা সঙ্গে যুক্ত করত। কল সেন্টারের নাম করে তাঁরা বিভিন্ন বিজ্ঞাপন দিতেন, সেখান থেকে মেয়েদের নিয়ে এসে এই কাজে যুক্ত করতেন। তাঁদের বিভিন্ন হোটেলে পাঠাতেন।
পুলিশের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘মাধাপুর এবং গাচিবৌলি থানায় এই অভিযুক্তদের নামে মামলা করা হয়েছিল। সেটার ভিত্তিতে তল্লাশি চালানো হয় এবং গ্রেফতার করা হয়। এরা পালিয়ে বেড়াচ্ছিল। এক বিশেষ টিম মুম্বইতে গিয়ে দুজনকে গ্রেফতার করে আনে।’
For all the latest entertainment News Click Here