হায়দরাবাদের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে মুম্বইয়ের ৭টি রেকর্ডের দিকে চোখ রাখুন
আবু ধাবিতে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে যে সব রেকর্ড ভাঙা-গড়া হয়, এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।
১. সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৯ উইকেটে ২৩৫ রান আইপিএলের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বোচ্চ দলগত ইনিংস। ২০১৭ সালে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৬ উইকেটে ২২৩ রান ছিল এতদিন মুম্বইয়ের সেরা পারফর্ম্যান্স।
২. মুম্বইয়ের ২৩৫/৯ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে কোনও দলের সবথেকে বেশি রানের ইনিংস।
৩. চলতি আইপিএলের আমিরশাহি লেগে তো বটেই, এমনকি আমিরশাহির মাটিতে আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের ৯ উইকেটে ২৩৫ রানই সর্বোচ্চ দলগত ইনিংস। ২০১৪ সালে কেকেআরের বিরুদ্ধে দিল্লির ৭ উইকেটে ২২৮ রান ছিল আমিরশাহির মাটিতে এতদিন আইপিএলের সর্বোচ্চ দলগত ইনিংস।
৪. ইশান কিষাণের ১৬ বলে হাফ-সেঞ্চুরি চলতি আইপিএলের দ্রুততম অর্ধশতরান। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবথেকে কম বলে হাফ-সেঞ্চুরির এটিই সর্বকালীন রেকর্ড। আইপিএলের ইতিহাসে এটি যুগ্মভাবে তৃতীয় দ্রুততম অর্ধশতরান।
৫. পাওয়ার প্লে-র ৬ ওভারে ৮৩/১ রান তোলে মুম্বই। আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লে-তে মুম্বইয়ের তোলা দ্বিতীয় সর্বোচ্চ রানের নজির এটি। ২০১৮ সালে দিল্লির বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ৮৪ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স।
৬. ১০ ওভারে মুম্বই ৩ উইকেটে ১৩১ রান তোলে। আইপিএলের ইতিহাসে ১০ ওভারে তোলা যুগ্ম সর্বোচ্চ রানের নজির এটি। হায়দরাবাদের বিরুদ্ধেই পঞ্জাব তুলেছিল ১৩১/৩।
৭. সূর্যকুমার যাদবের ৮২ রান আইপিএলের ইতিহাসে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। এর আগে তাঁর সর্বোচ্চ ইনিংস ছিল ৭৯ রানের।
For all the latest Sports News Click Here