হাতে টর্চ, ব্যোমকেশ দেবের পরনে কোট-চশমা, শুটিংয়ের পর লিখলেন, ‘যার শেষ ভালো তার’
ব্যোমকেশ বেশে এবার একদম অন্য লুকে ধর দিলেন দেব। হাতে টর্চ পরনে কোট প্যান্ট। বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে শুটিং সারল। শেষ হল দেব অভিনীত এই ছবির শুটিং। আর শুটিং শেষ হতেই ভক্তদের একাধিক মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেতা।
এদিন দেব তাঁর ইনস্টাগ্রামে একাধিক ছবি সহ ভিডিয়ো পোস্ট করেন। জানান তাঁদের ব্যোমকেশ ও দুর্গ রহস্যের শুটিং শেষ হল। ছবিটি আগামী ১১ অগস্ট বড় পর্দায় মুক্তি পাবে।
দেব এদিন প্রথমে তিনটি ছবি পোস্ট করেন। প্রথম ছবিতে তাঁকে আলো আঁধারির মধ্যে টর্চ হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরনে একটি বাদামি রঙের কোট এবং ভিতরে কালো সোয়েটার। চোখে কালো ফ্রেমের চশমা। তাকিয়ে আছেন ক্যামেরার দিকেই। পরের ছবিতে হাসিমুখে ধরা দেব ছবির দুই কান্ডারী, তথা পরিচালক এবং প্রযোজক-অভিনেতা। বিরসাকে কেক খাইয়ে দিতে দেখা যায় দেবকে। শেষ ছবিতে গোটা টিমের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন দেব।
এই ছবিগুলো পোস্ট করে অভিনেতা লেখেন, ‘যাই বল, দারুণ হল। যার শেষ ভালো তার সব ভালো। ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-র শুটিং আজ শেষ হল। দেখা হচ্ছে সিনেমা হলে।’ তিনি একই সঙ্গে মনে করিয়ে দেন এই ছবি ১১ অগস্ট মুক্তি পাবে বড় পর্দায়। এই পোস্টে তিনি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, শ্যাডো ফিল্মস এবং বিরসা দাশগুপ্ত ও রুক্মিণী মৈত্রকে ট্যাগ করেন।
পরে একটা আলাদা ভিডিয়ো পোস্ট করেন দেব। সেখানে তাঁদের শুটিংয়ের শেষ দিন হিসেবে কেক কাটার আগে অভিনেতার কস্টিউম ডিজাইনারের জন্মদিন উদযাপন করতে দেখা যায়। অভিনেতা তাঁকে কেক মাখিয়ে দেন, জড়িয়ে ধরেন। জয়ন্তী সেন, তাঁর কস্টিউম ডিজাইনার কেঁদে ফেললে তিনি নিজের হাতে তাঁর চোখের জল মুছিয়ে দেন। এই ভিডিয়ো পোস্ট করে তাঁকেও শুভেচ্ছা জানান অভিনেতা। সঙ্গে জুড়ে দেন ‘হ্যাপি বার্থডে টু ইউ জি’ গানটা। অভিনেতার এই কান্ড দেখে ভালোবাসায় তাঁকে ভরিয়ে দেন তাঁর অনুরাগীরা।
এই ছবিতে দেব ছাড়াও দেখা যাবে রুক্মিণী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, প্রমুখকে। শ্যাডো ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার এই ছবির প্রযোজনা করেছে। আগামী ১১ অগস্ট বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে।
For all the latest entertainment News Click Here