হাতকাটা ব্লাউজ পরে হলুদ শিফনের আঁচল ওড়ালেন! করওয়া চৌথে ফলো করুন প্রিয়াঙ্কার লুক
স্টাইল আর ফ্যাশনের মামলায় জুড়ি মেলা ভার প্রিয়াঙ্কা চোপড়ার। বিদেশে সংসার পাতলেও ‘দেশি গার্ল’ কিন্তু আজও মনেপ্রাণে ভারতীয়। রেড কার্পেটে যতই গাউন বা প্যান্ট-স্যুটে ধরা দিন না কেন সুযোগ পেলে ভারতীয় পোশাক (বিশেষত শাড়ি) পরবার কোনও সুযোগ হাতছাড়া করেন না প্রিয়াঙ্কা। নায়িকার শাড়ির কালেকশনও তাক লাগানোর মতো। হ্যান্ডলুম সিল্ক, ডিজাইনার ড্রেপস, শিফন-সহ আরও কত্ত কী! প্রিয়াঙ্কাকে দেখতে যতটা সুন্দর, তাঁর স্টাইলিংও ততটাই মুগ্ধ করে। প্রিয়াঙ্কার অভিনয় দক্ষতা এবং বিন্দাস পার্সোনালিটির জন্য ইতিমধ্যেই তিনি অনুরাগীমহলে যথেষ্ট জনপ্রিয়।
সম্প্রতি হলুদ শিফন শাড়িতে ধরা দিলেন প্রিয়াঙ্কা। লস অ্যাঞ্জেলস থেকেই একদম দেশি অবতারে লেন্সবন্দি দেশি গার্ল। আর প্রিয়াঙ্কার এই লুক আপনি চোখ বন্ধ করে ফলো করতে পারেন করওয়া চৌথে।
বুধবার ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা হলুদ শাড়িতে ধরা দিলেন। ছবির ক্যাপশনে লেখা, ‘শাড়ি শাড়ি নাইট’। হলুদ শাড়ির সঙ্গে সাদা রঙা স্লিভলেস ব্লাউজ পরেছেন প্রিয়াঙ্কা, সঙ্গে ভারী জুয়েলারি। নায়িকার গলায় রয়েছে চোকার, হাতে চুড়ি। হলুদ রঙ এমনিতেই শুভ বলে ধরা হয়। উৎসবের দিনে নিজেকে সাজিয়ে তুলুন ঠিক এইভাবে।
প্রিয়াঙ্কার এই শিফন শাড়িতে সিকুইন কাজ করা রয়েছে। এই ধরনের ফ্যাব্রিক আপনার ফিগারকেও দারুণ কমপ্লিমেন্ট দেয়। প্রিয়াঙ্কার তন্বী দেহ একবারে স্পষ্ট এই শাড়িতে। ট্র্যাডিশ্যানাল পদ্ধিতেই এই শাড়ি পরেছেন প্রিয়াঙ্কা, প্লিট করেননি- আঁচল এলিয়ে দিয়েছেন। নায়িকার সাদা ব্লাউজের ‘U’ নেকলাইন নজরকাড়া। হাতে একটি ঘন সবুজ ক্লাচ ব্যাগ নিয়েছেন অভিনেত্রী, পায়ে হাই হিলস- কপালে ছোট্ট লাল টিপ পরে নিজের দেশি লুক কম্প্লিট করেছেন তিনি। এই লুকে প্রিয়াঙ্কাকে এতটাই সুন্দর লাগছে যে প্রশংসা করতে বাধ্য হবেন আপনি। আর ছবি দেখে বোঝা দায় ৪০-এর গণ্ডি ইতিমধ্যেই পার করে ফেলেছেন তিনি। বয়স শুধুই একটা সংখ্যা তা বারবার প্রমাণ করেন নিক জোনাস ঘরণী।
For all the latest entertainment News Click Here