হাজার হাজার মানুষের চোখের জলে সম্পন্ন হল মুসেওয়ালার শেষকৃত্য! হাহাকার ভক্তদের
বিখ্যাত পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার শেষকৃত্য সম্পন্ন হল মঙ্গলবার। রবিবার বিকেলে এক অজানা আততায়ী গুলি করে সিধুকে। তরুণ গায়কের শেষ যাত্রায় হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ। মানসা জেলার মুসা গ্রামে হাজার হাজার ভক্তের মাঝে শেষকাজ সম্পন্ন হয় সিধু মুসেওয়ালার।
শেষকাজে সিধু মুসেওয়ালার বাবার সঙ্গে ছিলেন পিপিসিসি প্রেসিডেন্ট রাজা ওয়ারিং। মুসেওয়ালার প্রিয় ট্র্যাক্টর 5911 করেই মরদেহ নিয়ে আসা হয় পোড়ানোর জন্য।
বাড়ি থেকে অল্প দূরেই গুলি করে মারা হয় সিধুকে। পঞ্জাবি এই গায়কের পুরো নাম শুভদীপ সিং সিধু। জন্ম ১৯৯৩ সালে। ২০১৮ সালে So High গান দিয়ে সাফল্যের শুরু। এরপর ইস্সা জাট, সেলফমেড, ফেমাস, ওয়ার্নিং শটসের মতো একাধিক বিখ্যাত গান উপহার দিয়েছেন। ২০২১ সালে যোগ দেন কংগ্রেসে। ২০২২ সালে পঞ্জাবের ভোটেও লড়েন। আপ প্রার্থীর কাছে ৬৩ হাজারের কাছাকাছি ভোটে পরাজিত হন তিনি। এই তরুণের মৃত্যুতে শোকাহত ভারত ও কানাডা দুই দেশই, যেখানে তিনি পড়াশোনার জন্য গিয়েছিলেন। আরও পড়ুন: আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি এসেছিল অরিজিতের কাছেও, ৫ কোটির বদলে যা করেছিলেন গায়ক!
মঙ্গলবার মুসেওয়ালার প্রাণহীন দেহ নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে নিয়ে আসা হয় তাঁর প্রয়াত গায়কের পৈত্রিক বাড়িতে। ভিড় জমানো জনতাকে আটকাতে বন্ধ করে দেওয়া হয়েছিল বাড়ির প্রধান দরজা। শুধু পরিবার ও কাছের বন্ধুরা প্রবেশের অনুমতি পেয়েছিলেন।
প্রসঙ্গত, কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা মারা যাওয়ার পর থেকে পঞ্জাব জুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। ভগবন্ত মান সরকারের উপর চাপ বাড়ছে। কারণ সিধু মুসেওয়ালার উপর থেকে নিরাপত্তা তুলে দেওয়ার একদিন পরেই তাঁকে গুলি করে মারা হয়। সিধু সেই ৪২৪ জন মানুষের মধ্যে পড়ে যাঁদের উপর থেকে সাময়িকভাবে নিরাপত্তা প্রদান করার দায়িত্ব তুলে নেয় পঞ্জাব পুলিশ।
For all the latest entertainment News Click Here