‘হাওয়া’ বইবে পশ্চিমবঙ্গে, শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে চঞ্চলের ছবি
চঞ্চল চৌধুরী অভিনীত বাংলাদেশি ব্লকবাস্টার হিট ছবি ‘হাওয়া’। দমকা ‘হাওয়া’ ঝড় তুলেছিল বাংলাদেশে। কিছুদিন আগেই কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব হয়ে গিয়েছে। এই উপলক্ষ্যে নন্দনে বেশ কিছু বাংলাদেশি ছবি দেখানো হচ্ছে। তবে ‘হাওয়া’ দেখার জন্য কলকাতার মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
মেজবাউর রহমান সুমনের পরিচালিত এই ছবি চলতি বছরের জুলাই মাসের শেষে মুক্তি পেয়েছিল বাংলাদেশে। বক্স অফিসে বিপুল সাফল্য। ছবির একটি গানও ‘সাদা সাদা কালা কালা…’ যেন লোকের মুখে মুখে ঘুরেছে।
এরপর চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব নন্দনে যে সমস্ত দর্শকেরা এই ছবি দেখতে পারেননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন, তাঁদের জন্য রয়েছে ভালো খবর। এ বার এ পার বাংলায় মুক্তি পেতে চলেছে ছবিটি। সব ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে এ রাজ্যে।
আরও পড়ুন: ‘লোকে নেতিবাচক লিখলে…’, নাইসা-যুগকে ট্রোলের বিরুদ্ধে লড়তে বিশেষ পরামর্শ কাজলের
বিগত কয়েক দিন ধরে প্রচুর আলোচনা চলছিল এই বহুলচর্চিত ছবিকে নিয়ে। অবশেষে ছবির পরিবেশক ‘রিলায়্যান্স’ সংস্থার তরফ থেকে এ বিষয় নিশ্চিত করা হয়েছে। ছবির সেন্সর হয়ে গিয়েছে। পরিবেশক সংস্থা আপাতত সার্টিফিকেট পাওয়ার অপেক্ষায় রয়েছে। যদিও এ রাজ্যে নির্দিষ্ট কোন তারিখে মুক্তি পাচ্ছে ছবি, সে বিষয় এখনও কিছু জানানো হয়নি সংস্থার তরফে।
পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে ‘হাওয়া’। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ইন্ডাস্ট্রির একাংশ মনে করছেন এর পর পরই ছবি আসতে চলেছে প্রেক্ষাগৃহে। শহরে ‘হাওয়া’ মুক্তি পাচ্ছে, আশার আলো দেখছেন একাংশ হল মালিকরা। উল্লেখ্য, আগামী বছর বাংলাদেশ সরকার এই ছবিকে দেশের হয়ে অস্কার দৌড়ে পাঠাচ্ছে।
For all the latest entertainment News Click Here