হাই হিল পরে লেজেগোবরে, ব্যালেন্স হারিয়ে ছোট পোশাকে যা করল উরফি, Video Viral
কোনও কাজ না করেও কীভাবে খবরে থাকতে হয় তা উরফি জাভেদ ভালো করেই জানেন। ২০২১ সালে বিগ বস ওটিটি-তে অংশ নেওয়ার পর থেকেই প্রায় রোজই কোনও না কোনও খবর হয় তাঁকে নিয়ে। বিগ বসের অন্দরমহলে তিনি টিকতে পারেননি দু সপ্তাহ। তবে তাতে কি, বেরিয়েই শুরু হয় চমকধরানো পোশাকে দেখা দেওয়া। কখনও অন্তর্বাস ছাড়া, কখও শুধুই অন্তর্বাস পরে পথে নেমেছেন। গোপানাঙ্গ ঢাকতে কখনও ব্যবহার করেছেন ফুল, ঝিনুক।
এবার উরফি জাভেদের একটি নতুন ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে বেগুনি রঙের একটি ব্যাকলেস পোশাকে বেরিয়েছেন তিনি। উরফি জাভেদের এই ভিডিওটি এখন প্রচণ্ডভাবে ভাইরাল কারণ সেখানে দেখা যাচ্ছে কীভাবে ফটোশুটের সময় জুতোর হাই হিল সামলাতে না পেরে প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা হয় তাঁর। তারপর সামলেও নেন কোনওরকমে।
বেগুনি রঙের এই পোশাকে উরফি জাভেদকে বেশ সুন্দর দেখাচ্ছে। এবং যখন তিনি হাই হিল পরে ফটোশুট করার জন্য ফটোগ্রাফারদের সামনে দাঁড়ান, তখনই নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন। একেবারে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। উরফি এরপর নিজেকে সামলে নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ফটোগ্রাফারদের বলেন, ‘আমি কখনও পড়ে যাব না’।
আরও পড়ুন: মেয়েদের মারে, ওকে পুজো করা বন্ধ করুন, বিস্ফোরক সলমনের প্রাক্তন সোমি আলি
তবে এই ভিডিয়ো নিয়ে খুব ট্রোলড হয়েছেন উরফি। কমেন্ট সেকশনে নানা ধরনের কটাক্ষ ভরা মন্তব্য জমা হতে থাকে এখানে। একজন নেট-নাগরিক মন্তব্য করেছেন, ‘আর কত নীচে পড়বে?’ অন্য একজন লিখেছেন, ‘তোমার মতো নীচে পড়ে যাওয়া মানুষের নতুন করে পড়ার কোনও সম্ভাবনা নেই।’ অপরজন প্রশ্ন তুলেছেন, ‘এই মেয়েটি এত বিখ্যাত কেন? আমার মনে হয় না তিনি কোনও চলচ্চিত্র বা ধারাবাহিকে কাজ করেছেন বলে।’
আরও পড়ুন: হট সিটে বসেই কান্না শুরু মহিলা প্রতিযোগীর, চেয়ার ছেড়ে অমিতাভ চলে গেলেন…
উরফিকে নিয়ে এর আগে বহু তারকার কাছ থেকেও এসেছে কটাক্ষ ভরে মন্তব্য। সেই তালিকায় নাম আছে কশ্মীরা শাহ, চাহত খান্নাদের। এরাও উরফির পোশাক নিয়েই প্রশ্ন তুলেছিলেন। তবে সেই সময় নেট-নাগরিকদের একটা বড় অংশ উরফিরই পাশে দাঁড়িয়েছিল ‘পোশাক পরার স্বাধীনতা’র কথা বলে।
For all the latest entertainment News Click Here