হাঁটুর চোটে কাবু, গ্রামের বৈদ্যের কাছে ৪০ টাকায় আয়ুর্বেদ চিকিৎসা ধোনির: রিপোর্ট
হাঁটুর চোটে কাবু। চিকিৎসার জন্য প্রত্যন্ত গ্রামের এক বৈদ্যের কাছে গেলেন মহেন্দ্র সিং ধোনি। আয়ুর্বেদ চিকিৎসার প্রতিটি ডোজের জন্য ধোনিকে ৪০ টাকা দিতে হয়েছে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।
দ্য স্টেটসম্যানের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হাঁটুর চোটে ভুগছেন ধোনি। সেজন্য রাঁচি থেকে ৭০ কিলোমিটার দূরে লাপুং থানার কাটিংকেলায় এক বৈদ্যের কাছে যান। একটি গাছের তলায় তাঁবু খাটিয়ে বৈদ্য বন্ধন সিং খারওয়ার নামে ওই ব্যক্তি গত ২৮ বছর ধরে রোগী দেখছেন। গত এক মাস ধরে তাঁর কাছে যাচ্ছেন ধোনি। ওষুধ আনতে একাধিকবার গিয়েছেন। চারদিনের ব্যবধানে একটি করে ডোজ দেওয়া হয়। বৈদ্য যে ওষুধ দেন, তা বাড়িতে নিয়ে যাওয়া যায় না বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।
আরও পড়ুন: ধোনি পেরেছিলেন অভিজ্ঞতা ছাড়াই ক্যাপ্টেন হতে! সেটা থেকেই মনের জোর পাচ্ছেন বুমরাহ
ওই প্রতিবেদন অনুযায়ী, বৈদ্য দাবি করেছেন যে প্রাথমিকভাবে ধোনিকে চিনতে পারেননি। ধোনির বাবা-মা’কেও চিনতে পারেননি তিনি। আশপাশের লোকজন ধোনির সঙ্গে ছবি তোলার জন্য ভিড় করলে বুঝতে পারেন যে তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়কের চিকিৎসা করছেন। বৈদ্যকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘সেলেব্রিটি সুলভ কোনওরকম আচরণ ছাড়াই ধোনি আসেন। সেলেব্রিটি হওয়ার জন্য তাঁর মধ্যে কোনও দেখনদারি নেই। তবে প্রতি চারদিনে ধোনি আসায় লোকজন ভিড় করেন। তাই এখন তিনি গাড়িতে বসে থাকেন এবং গাড়িতেই তাঁকে ওষুধ দেওয়া হয়।’
For all the latest Sports News Click Here