হরিদ্বারের পূণ্য আবহে মুগ্ধ কঙ্গনা, গঙ্গার ঘাটে সাক্ষী রইলেন নৈসর্গিক দৃশ্যের
হরিদ্বার ভ্রমণে গিয়েছিলেন কঙ্গনা। তাঁর সেই সফরের একাধিক ছবি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। শুধু হরিদ্বার নয়, কেদারনাথ দর্শনও করে এসেছেন তিনি সম্প্রতি। এই দুই সফরের ছবিই তিনি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই দুই তীর্থের নানা মুহূর্ত।
হরিদ্বারের মন ভালো একটি দৃশ্যে অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সেখানে তাঁকে হরিদ্বারের শান্ত পরিবেশ, মনোরম দৃশ্য উপভোগ করতে দেখা গিয়েছে। গঙ্গার কাছে বসে তিনি সেই অপূর্ব নৈসর্গিক দৃশ্য দেখছেন। এবার ক্যামেরার দিকে তাকিয়ে হাসেনও। তাঁকে গঙ্গার জলে পা ডুবিয়ে বসে থাকতে দেখা যায়।
এমারজেন্সির নায়িকাকে তাঁরই পোস্ট করা রিলে একটি চুড়িদার পরে থাকতে দেখা যায়। নীল ওড়না, কালো প্যান্ট এবং কালো বাঁধনি প্রিন্টের একটি কুর্তি পরে ছিলেন তিনি। এই রিলটি তিনি একটি ছোট্ট ক্যাপশন দিয়ে পোস্ট করেন। কঙ্গনা লেখেন, ‘হরিদ্বারের একটি সন্ধে।’
তাঁর বহু ভক্তরাই এই রিলে রিঅ্যাক্ট করেছেন। মতামত জানিয়েছেন নিজেদের। এক ব্যক্তি লেখেন, ‘ কী সুন্দর লাগছে আপনাকে।’ আরেকজন লেখেন, ‘ রানি তো পুরো।’ অভিনেত্রী আরেক ভক্ত লেখেন, ‘ এমারজেন্সির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।’
এই মাসের শুরুর দিকেই অভিনেত্রী হরিদ্বার গিয়েছিলেন বেড়াতে। সেখানে গিয়ে তিনি গঙ্গা আরতির সঙ্গে তাতে অংশ নেন। ইনস্টাগ্রামের একটি স্টোরিতে জানান তাঁকে এক সাধু রুদ্রাক্ষের মালা দিয়েছেন। কঙ্গনার কথায়, ‘মহারাজ জি আমায় এই রুদ্রাক্ষের মালা দিয়েছেন।’
অভিনেত্রীকে আগামীতে চন্দ্রমুখী ২ ছবিতে দেখা যাবে। পি বসু সেই ছবির পরিচালনা করেছেন। এই ছবিতে তিনি এক রাজার রাজসভার নর্তকীর ভূমিকায় অভিনয় করবেন। এছাড়া তাঁকে আগামীতে এমারজেন্সি ছবিতেও দেখা যাবে। এটা তিনি নিজেই পরিচালনা করেছেন।
এই দুটো ছবি ছাড়াও অভিনেত্রীর হাতে এখন একাধিক কাজ আছে যেমন তেজস, মনিকর্নিকা রিটার্নস, দ্য ইনকর্নেশন, ইত্যাদি।
For all the latest entertainment News Click Here