‘হরমনের আচরণ ক্ষমার অযোগ্য, কেউ ক্রিকেটের ঊর্ধ্বে নয়,’ HT-তে লিখলেন মিতালি রাজ
দু’জনেই ভারতীয় ক্রিকেটের রোল মডেল। কিন্তু বাংলাদেশের মাটিতে যেরকম আচরণ করেছেন এক রোল মডেল, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন অপরজন। এমনকী ‘হিন্দুস্তান টাইমস’-এ নিজের কলামে দিদির মতো ভারতীয় দলের বর্তমান অধিনায়ক হরমনপ্রীত কৌরকে কিছুটা বকাঝকাও করলেন প্রাক্তন অধিনায়ক তথা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার মিতালি রাজ। প্রাক্তন ভারতীয় অধিনায়কের মতে, বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে যে আচরণ করেছেন হরমন, তা মোটেও গ্রহণযোগ্য নয়। বরং সেই আচরণের জন্য হরমনকে ক্ষমা করা উচিত নয় বলেও জানান মিতালি। সেইসঙ্গে তিনি জানান, ট্রফি নিয়ে ফোটোসেশনের সময় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে হরমন যেরকম আচরণ করেছেন বলে দাবি করা হচ্ছে, সেটা যদি সত্যিই হয়ে থাকে, তাহলে সেটার থেকে লজ্জার কিছু হতে পারে না।
‘হিন্দুস্তান টাইমস’-এ নিজের কলামে মিতালি লেখেন, ‘হরমনপ্রীত ভালো খেলোয়াড়। অসংখ্য বাচ্চাদের কাছে ও রোল মডেল। দায়িত্ববান ক্রিকেটার হিসেবে যে কাউকে মাঠে এবং মাঠের বাইরে সম্মানজনক আচরণ করতে হবে। আগে মেয়েদের ক্রিকেটের এত সম্প্রচার হত না বা সোশ্যাল মিডিয়ায় মহিলা ক্রিকেটের এতটা অস্তিত্ব ছিল না। এখন সবকিছু জনসক্ষমে আছে। আর যা কিছু ঘটতে দেখে, তা অনুকরণ করার চেষ্টা করে বাচ্চারা। যারা খেলাটাকে পেশা হিসেবে নিতে যায়। আগ্রাসী হওয়ার মধ্যে কোনও ভুল নেই। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আবেগের বহিঃপ্রকাশেও কোনও ভুল নেই। কিন্তু কেউ এটা ভুলে গেলে চলবে না যে কোনও ব্যক্তির ঊর্ধ্বে আছে খেলাটা। হরমনের যন্ত্রণা গ্রহণযোগ্য হলেও ওরকম আচরণ ক্ষমার যোগ্য নয়। ম্যাচে যা হয়, সেটা ওখানেই রেখে আসা উচিত।’
আরও পড়ুন: Harmanpreet Kaur suspended by ICC: বাংলাদেশে ‘অভ্যবতার’ জন্য হরমনকে কঠোর শাস্তি ICC-র, সাসপেন্ড করা হল ২ ম্যাচে
হরমনের যে কাজের মিতালি সমালোচনা করেছেন, সেজন্য ইতিমধ্যে দুটি আন্তর্জাতিক ম্যাচে নির্বাসনের মুখে পড়েছেন হরমন। তাঁকে সাসপেন্ড করে দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, গত শনিবার বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে আউট হওয়ার পর মেজাজ হারিয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে দেওয়ায়, আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি করায় এবং ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রকাশ্যে আম্পায়ারের বিরুদ্ধে মুখ খোলায় ভারতীয় অধিনায়ককে শাস্তি দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে ‘হিন্দুস্তান টাইমস’-এ নিজের কলামে মিতালি বলেন, ‘২০১৬ সাল থেকে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করছে হরমন। ফলে ও ভালোভাবেই নিয়মকানুন (প্রোটোকল) জানে। মহিলা ক্রিকেটের ক্ষেত্রে কিছু সময় আগেই দ্বিপাক্ষিক সিরিজে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) চালু করা হয়েছে। তার আগে তো বহুবার বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে খেলোয়াড়রা। কিন্তু আমার যতদূর মনে পড়ছে, তাতে কেউ কখনও এরকম আচরণ করেনি।’
সেইসঙ্গে বাংলাদেশি অধিনায়কের সঙ্গে হরমন খারাপ আচরণ করেছে বলে যে অভিযোগ উঠেছে, তা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন মিতালি। ‘হিন্দুস্তান টাইমস’-এ নিজের কলামে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন, ‘যে কোনও দল বিপক্ষকে সম্মান করবে বলে আশা করা হয়। বিশেষত এই সিরিজে (সেটা আরও করা উচিত)। কারণ বাংলাদেশ যেভাবে খেলছে এবং দাঁতে দাঁত চেপে লড়াই করেছে, সেজন্য ওদের প্রশংসা প্রাপ্য। এটা খেলার জন্য ভালো। এটা মহিলা ক্রিকেটের জন্য ভালো। ট্রফি নিয়ে ফোটোসেশনের সময় বিপক্ষ অধিনায়কের সঙ্গে হরমন যে আচরণ করেছে বলে সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, সেটা যদি সত্যি হয়, তাহলে এর থেকে লজ্জার কিছু হতে পারে না।’
উল্লেখ্য, একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে ১-১ ব্যবধানে একদিনের সিরিজ শেষ হওয়ার পর ট্রফি নিয়ে ফোটোসেশনের জন্য অভব্য আচরণ করেন হরমন। দু’দলের খেলোয়াড়দের সঙ্গে আম্পায়ারকেও সেই ছবিতে যোগ দিতে বলেন। আবার একটি ভাইরাল ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখিয়ে দাবি করা হয়েছে যে বাংলাদেশের দলকে কটাক্ষের ভঙ্গিমায় হাততালি দেন হরমন। পরে বাংলাদেশের অধিনায়ক দাবি করেন, ফোটোসেশনের সময় এমন কয়েকটি কথা বলেছেন হরমন, যা মুখে আনা যায় না। অপমান বোধ করায় দল নিয়ে ফোটোসেশন থেকে ফিরে যান তাঁরা।
মিতালির মতে, ‘বিপক্ষের সঙ্গে ঝামেলায় জড়ানোর কোনও যুক্তি নেই। বিশেষত সিরিজের ভাগ্য যেখানে নির্ধারিত হয়ে গিয়েছে। আইসিসি ওকে দু’ম্যাচের জন্য সাসপেন্ড করে দেওয়ায় ভারত জোরদার ধাক্কা খেল। কারণ ও দলের অন্যতম দামী খেলোয়াড়। আমি আশা করব যে এই ঘটনার পরে ও শুধরে যাবে এবং নিজের আবেগকে আরও ভালো নিয়ন্ত্রণ করতে পারবে। সেটা মাঠের ভিতরে হোক বা মাঠের বাইরে হোক।’
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে নিজের সীমা ছাড়িয়েছেন হরমনপ্রীত! বর্তমান ক্যাপ্টেনের আচরণে অবাক কিংবদন্তি
For all the latest Sports News Click Here