হরমনপ্রীতদের সঙ্গে ম্যাচ টাই করে বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস নিগার সুলতানাদের
শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম শক্তিশালী দল বাংলাদেশ। ছেলেদের ক্রিকেট হোক কিংবা মেয়েদের ক্রিকেট সংক্ষিপ্ত ফর্ম্যাটে যে কোনও দলের বিরুদ্ধেই তারা যে কোনও দিন বিপজ্জনক হয়ে উঠতে পারে। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে তা ভালো ভাবেই বুঝতে পেরেছেন হরমনপ্রীত কৌররা।টি-২০ সিরিজে ২-১ ফলে জেতে ভারত। ওয়ানডে সিরিজে এসেই প্রথম ম্যাচে ভারতকে চমকে দেয় বাংলাদেশ। প্রথম ম্যাচে হরমনপ্রীতদের হারিয়ে দেয় নিগার সুলতানারা। দ্বিতীয় ম্যাচ জিতে ভারত সিরিজে সমতা ফেরায় । আর তৃতীয় ম্যাচ টাই হয়েছে। আর এই টাই হওয়ার ফলেই বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নজির গড়ে ফেলেছেন নিগার সুলতানারা। যা কিনা শাকিব আল হাসানরাও করে দেখাতে পারেননি।
আরও পড়ুন: কপাল পুড়ল ইংল্যান্ডের, বৃষ্টি আর ল্যাবুশেনের শতরানে চতুর্থ দিনে অক্সিজেন পেল অজিরা
পুরুষ হোক কিংবা মহিলা ক্রিকেট- যে কোনও ফর্ম্যাট মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথম বার ম্যাচ টাই হল। ভারতের বিরুদ্ধে ম্যাচ টাই করে সেই অনন্য নজির গড়ে দেখালেন বাংলাদেশের সিনিয়র মহিলা ক্রিকেট দল। এদিনের ম্যাচে ২২৫ রান করে বাংলাদেশ। জবাবে ২২৫ রান করেই অল আউট হয়ে যায় ভারত। ফলে তৃতীয় ম্যাচ টাই হয়ে যায়। যেহেতু সুপার ওভারের কোনও জায়গা ছিল না ফলে ওয়ানডে সিরিজ ও শেষ হয় ১-১ ফলে। তবে এদিনের ম্যাচে আম্পায়ারিংয়ের মান নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ম্যাচে ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে একাধিক খারাপ সিদ্ধান্ত দেওয়া হয়। তা না হলে হয়তো ম্যাচের রং অন্য রকম হলেও হতে পারত। স্বয়ং অধিনায়ক হরমনপ্রীত কৌরকে খারাপ আম্পায়ারিংয়ের শিকার হতে হয়েছে। আউট হয়ে মাথা ঠিক রাখতে না পেরে হরমনপ্রীত এদিন ব্যাট দিয়ে সজোরে উইকেটকেও আঘাত করে বসেন।
আরও পড়ুন: পরের বার বাংলাদেশে নিরপেক্ষ আম্পায়ার চাই-হরমনের কথার সুর ধরে বললেন ডেপুটি স্মৃতি
এদিন বাংলাদেশ মিরপুরে প্রথমে ব্যাট করে। চার উইকেট হারিয়ে তারা নির্ধারিত ৫০ ওভারে ২২৫ রান করতে সমর্থ হয়। অনবদ্য শতরান করেন ফারজানা হক।ওয়ানডে ক্রিকেটে যা বাংলাদেশের মহিলা দলের হয়ে প্রথম শতরানও বটে। তাঁর ইনিংস সাজানো ছিল সাতটি চারে। অপর ওপেনার শামিমা সুলতানা করেন ৫২ রান। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা করেছেন ২৪ রান। শোভানা মোস্তারি ২২ বলে ২৩ রান করে অপরাজিত থেকে যান। জবাবে রান তাড়া করতে নেমে ভারত নিয়মিত উইকেট হারাতে থাকে। ওপেনার স্মৃতি মন্ধনা করেন ৫৯ রান। হারলিন ডিওল ৭৭ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। জেমিমা রডরিগেজ ৩৩ রানে অপরাজিত থাকলেও ভারতকে অল্পের জন্য জয় এনে দিতে পারেননি।ভারত ২২৫ রানে অলআউট হয়ে যায় ।ফলে টাই হয়ে যায় ম্যাচ।
For all the latest Sports News Click Here