হরমনপ্রীতদের কোচ হওয়ার দৌড়ে অমল মজুমদার, জন লুইস
ভারতীয় মহিলা ক্রিকেট দলে কোচ নিয়োগ করতে চলেছে বিসিসিআই। বোর্ডের সচিব জয় শাহ আগেই জানান জুলাই মাসের মধ্যে ভারতীয় মহিলা দলের কোচ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সেই অনুসারেই নিয়োগ পদ্ধতি শুরু হয়। ইতিমধ্যেই তিন প্রাক্তন ক্রিকেটার আবেদনকারীদের মধ্যে থেকে নির্বাচিত করা হয়েছে। ইন্টারভিউর মাধ্যমে কোচ হিসাবে তিনজন থেকে একজনকে নিয়োগপত্র দেওয়া হবে। তালিকায় রয়েছেন ইংল্যান্ড মহিলা দলের বর্তমান প্রধান কোচ জন লুইস। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ঘরোয়া মরশুমের কোচ অমল মজুমদার ও জাতীয় মহিলা দলের প্রাক্তন কোচ তুষার অরোথে।
প্রধান কোচ নির্বাচনের জন্য সুলক্ষনা নায়েক, যতীন পরাঞ্জপে এবং অশোক মালহোত্রাদের নিয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি ৩০ জুন এই তিনজনের সাক্ষাৎকার নেবেন। বিসিসিআই চায় ভারতীয় জাতীয় মহিলা দলের বাংলাদেশ সফরের আগেই তাদের প্রধান কোচ নির্বাচিত হোক। কোচ নিয়েই যেন ভারতীয় দল পড়শি দেশের সফরে যেতে পারে।
কোচ হিসাবে নিয়োগের জন্য যে তিন পদপ্রার্থীকে নির্বাচিত করা হয়েছে তাদের মধ্যে বয়সে সবচেয়ে বড় ভারতের অমল মজুমদার। তিনি পুরুষ জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। তা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। তবে রঞ্জি ট্রফিতে তাঁর ব্যক্তিগত পারফরম্যান্স নজরকারা। ভারতীয় দলের খেলা যে কোনও ক্রিকেটারকে টক্কর দিতে পারেন তিনি। কোচ হিসেবেও বেশ সফল অমল। দুই মরশুম আগে মুম্বাইকে মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফি শিরোপা জেতেন। আইপিএলের রাজস্থান রয়্যালসের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ হিসাবেও দায়িত্ব পালন করেছেন এর আগে।
অন্যদিকে ইংল্যান্ড মহিলা দলের বর্তমান কোচ জন লুইসের বয়স ৪৭। এই বছর উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগে ইউপি ওয়ারিওর্জের হয়ে কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। ক্রিকেটার হিসেবে খেলেছেন কাউন্টি ক্রিকেট। ৫৬ বছর বয়সী তুষার মহিলা দলের প্রধান কোচ হিসেবে দুইবার কাজ করেছেন। গুজরাট জায়ান্টসের ব্যাটিং কোচ হিসেবে উইমেন্স প্রিমিয়র লিগের অংশও ছিলেন।
বাংলাদেশ সফরে ভারতীয় মহিলা জাতীয় দল তিনটি একদিনের ম্যাচের সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আগামী দুই বছরে ভারতীয় মহিলা দলের সামনে দুটি আইসিসির বড় টুর্নামেন্ট রয়েছে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর পরের বছরই মহিলা একদিনের বিশ্বকাপ। ভারতীয় মহিলা দলের ছোটরা বিভিন্ন সাফল্য পেলেও সিনিয়র দলের অবস্থা, পুরুষ দলের মতোই। ফাইনাল সেমিফাইনালে পৌঁছে গিয়েও হারের মুখ দেখছে তারা। নতুন কোচ নিয়োগ করে সেই দিকেই বেশি নজর দিতে চলেছে ভারতীয় বোর্ড।
For all the latest Sports News Click Here