হরনাথের জন্য ‘ওহ লাভলি’ বলবেন মদন মিত্র, প্রকাশ্যে ছবির অভিনেতাদের ফার্স্ট লুক
রাজনীতির ময়দানে ‘কালারফুল বয়’ মদন মিত্র। জীবনকে রঙিন ভাবে দেখেন তিনি। রাজনীতির মঞ্চ থেকে সিনেমার পর্দা, সবেতেই সুপার কুল লুকে দেখা যায় তাঁকে। রাজনীতির পাশাপাশি, সোশ্য়াল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ তিনি। প্রথমবার বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন কামারহাটির বিধায়ক।
সন্দীপ সাথী প্রযোজিত, সাথী ফিল্মস নিবেদিত হরনাথ চক্রবর্তীর পরিচালনায় তৈরি হচ্ছে মদন মিত্রর ছবি। প্রসঙ্গত মদনের বিখ্যাত, জনপ্রিয় ডায়ালগ ‘ওহ লাভলি’, এই নামেই নাকি তাঁর ছবির নাম রাখা হয়েছে। ছবির গল্পে চালকল মালিকের ভূমিকায় দেখা যাবে মদন মিত্রকে। ছবিতে উঠে আসবে দুই চালকল মালিকের রেষারেষি। প্রতিশোধ নিতে যাঁরা কিনা নিজের ছেলেমেয়েদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
ছবিতে মুখ্য ভূমিকাতে অভিনয় করেছেন নবাগত নায়ক ঋক, রাজনন্দিনী পাল, মদন মিত্র, খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, দ্রোণ মুখোপাধ্যায়, কৌশিক ভট্টাচার্য, তপতি মুন্সী, বুদ্ধদেব ভট্টাচার্য, মৃন্ময় দাস প্রমুখ। প্রকাশ পেল হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘ওহ! লাভলি’ ছবির চরিত্রদের ফার্স্ট লুক। আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে ফাটিয়ে মজা! রণবীর-অর্জুনের ফূর্তির বিশেষ কারণ কী
ছবির গল্প সায়ন্তন ওরফে সন্তুকে ঘিরে। তার বাবা রমণীকান্তের ধানের ব্যবসা। প্রতিষ্ঠিত চাল মিলের মালিক সুবিমলবাবুর কারখানায় ধান যোগান দেয় সে। সেই ব্যবসায় তাঁর প্রতিদ্বন্দ্বীতা রয়েছে। গ্রামের প্রভাবশালী চাষীর ছেলে সন্তু বাবার ব্যবসার বাইরে গিয়ে কিছু করতে চায়। সেই আশায় বাড়ির অমতে সে চলে যায় কলকাতায়। আর সেখানেই, চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে দেখা হয়ে যায় নিধির সঙ্গে। আর তারপরেই প্রেম। এখানেই আছে টুইস্ট। সন্তু আর নিধির সম্পর্ক কী পরিণতি পাবে নাকি ভেঙে যাবে? সেই তা অবশ্য ছবি দেখে জানা যাবে।
ফ্যামিলি ড্রামা, রোম্যান্স, আর লার্জার দ্যান লাইফ স্টোরি টেলিংয়ের মোড়কে এমনই এক টুইস্টে ভরা গল্প শোনাতে আসছে এই ছবি। ছবির বিষয়ে পরিচালক হরনাথ চক্রবর্তী জানিয়েছেন, ‘এই ছবি সপরিবারে দেখার মতো একটা ছবি। অনেক কিছুর শুভারম্ভ এই ছবি ঘিরে। ছবিতে সোশ্যাল মিডিয়া সেনসেশন মদন মিত্রকে প্রথম বার অভিনয় করতে দেখবে বাঙালি। যদিও অভিনয়ের ক্ষেত্রে বেশ বলিষ্ঠ ছাপ রেখেছেন তিনি এই ছবিতে। লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন; ব্যক্তি হিসেবে তার যে আমেজ, সেই আমেজ বজায় রেখেই এই ছবিতে এক নতুন অবতারে দেখা যেতে চলেছে তাকে’।
পরিচালক আরও বলেছেন, ‘এই ছবি দিয়ে বাংলা ছবির জগতে প্রথমবার অভিযান শুরু করছে ঋক, ওকে হিরো হিসেবে দর্শকদের ভালো লাগবে আমি নিশ্চিত। রাজনন্দিনীকেও এমন গ্ল্যামারাস অবতারে প্রথমবার পাবে বাঙালি দর্শক। রোম্যান্স রয়েছে, পারিবারিক হাসি, কান্না, স্নেহ, ভালোবাসা রয়েছে ভীষণ ভাবে, ছবির বিভিন্ন মুডের সঙ্গে মিলিয়ে খুব সুন্দর গান তৈরি করেছে শুভঙ্কর ও শুভম। যে রকম বাংলা ছবি সকলের, যে ছবি বিনোদনের মধ্যে দিয়ে মানুষকে নিখাদ গল্প শোনাতে ভালোবাসে, সব ভেদাভেদ নির্বিশেষে দর্শকদের প্রিয় হয়ে উঠতে ভালোবাসে, ‘ওহ! লাভলি’ ঠিক তেমন একটা ছবি। আশা করি দর্শকদের এই ছবি ভালো লাগবে’।
ছবির মূল ভাবনায় রয়েছেন কৌশিক চক্রবর্তী, কাহিনী বিন্যাস, ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ দাস, অতিরিক্ত চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবির সৃজন পরিচালনার দায়িত্বে রয়েছেন হিন্দোল চক্রবর্তী, ক্যামেরার দায়িত্বে রয়েছেন ঈশ্বর বারিক, সম্পাদক হিসেবে কাজ করেছেন সুজয় দত্ত রায়, ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শুভঙ্কর- শুভম জুটি ও আবহ সঙ্গীত নির্মাণ করেছেন এস.পি.ভেঙ্কটেশ (চেন্নাই)। আগামী ২৫শে অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।
For all the latest entertainment News Click Here