‘হয় আমায় দেশ থেকে তাড়ান! নয় আমি মরছি, দায়ী আপনারা’ পালটা ইমোশনাল অ্যাটাক আলমের
কিছুদিন আগেই মামুনুর রশিদ একটি অনুষ্ঠানে গিয়ে বলেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গিয়েছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে। যে উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে? এটা যেমন রাজনৈতিক সমস্যা, তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।’। অভিনয়শিল্পী সংঘের এক অনুষ্ঠানে তিনি এমন মতামত রাখেন। এবার তাঁর সেই বক্তব্যের প্রতিক্রিয়া দিলেন হিরো আলম। জনপ্রিয় ইউটিউবার তথা অভিনেতা আশরাফুল আলম বা হিরো আলম সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন মামুনুর রশিদের বিরুদ্ধে। তিনি বলেন, ‘আমাকে তৈরি করে দেখান। আর বারবার যদি হিরো আলমকে নিয়ে আপনাদের রুচিতে বাধে, তাহলে হিরো আলমকে মেরে ফেলুন।’
মামুনুর রশিদ বাংলাদেশের পত্রিকা প্রথম আলোকে জানান, তিনি নাকি এর আগে হিরো আলমের বিষয় কিছুই জানতেন না। তাঁর কয়েকজন সহকর্মী তথা নাট্য ব্যক্তিত্ব তাঁকে হিরো আলমের কাজ কর্মের বিষয় জানান। অভিনেতার সেসব কাজ কর্ম শোনার পর থেকেই আলমের উপর বিরক্ত ছিলেন তিনি। হিরো আলমের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘কয়েকজন বলার পর খোঁজ নিয়ে দেখলাম, হিরো আলম যখন সংসদ নির্বাচন করছে, তাঁকে কেউ একজন একটা গাড়ি দিচ্ছে। সেই গাড়ির আবার ৯–১০ বছরের ফিটনেস নেই। এই হিরো আলম নিয়ে আমি অনেক দিনই বিরক্ত ছিলাম। বিরক্ত ছিলাম এই কারণেও, আমাদের দেশের মানুষের তো রুচির দুর্ভিক্ষ হয়ে গেছে।’
মামুনুর এমন বক্তব্য বলার পরই তাঁর বিরুদ্ধে সরব হন আলম। ফেসবুক লাইভ করেন তিনি বিষয়টা নিয়ে। বলেন, ‘আমি নিজ যোগ্যতায়, নিজে পরিশ্রম করে আজ আলম থেকে হিরো আলম। আমাকে নিয়ে যাঁদের রুচি হয় না, সেই রুচিবান লোকেরা হিরো আলমকে তৈরি করেননি। এ জন্য রুচিবানেরা বাংলাদেশে রুচি আনতে চাইলে হিরো আলমকে মেরে ফেলে দিন। আপনাদের টাকা আছে, শ্রম আছে, অনেক কিছুই আছে কিন্তু আপনারা হিরো আলমকে তৈরি করবেন না। তৈরি করতে পারবেনও না।’
একই সঙ্গে তিনি আরও বলেন এই বিষয়ে, ‘মামুনুর রশিদ স্যার, আসুন আমাকে তৈরি করুন। আমাকে তৈরি করতে এলে বাংলাদেশের বড় বড় লোক যাঁরা আছেন, তাঁরা সবাই আপনাকে ধুয়ে দেবেন। যে মামুনুর রশিদের মতো লোক হিরো আলমকে নিয়ে নাটক বানাচ্ছেন, সিনেমা বানাচ্ছেন। এমন হলে আমাকে তৈরি করবে কে? রুচির পরিবর্তন কোন জায়গা থেকে হবে? রুচিবান লোক বাংলাদেশে কোনও দিনও হবে না। কারণ, যাঁরা রুচিবান লোক, তাঁরা রুচিদার লোক তৈরি করবেন না। কারণ, আপনারা তেলওয়ালা মাথায় তেল দেবেন, যাঁদের টাকা আছে, তাঁদের দাম দেবেন। যাঁদের চেহারা সুন্দর, তাঁদেরই মূল্য দেবেন। আমি কী অন্যায় করেছি। কেন আমার সবকিছু নিয়ে মানুষ টর্চার করে। এই সমাজ কেন আমাকে রুচিসম্মত লোক বানাতে পারল না।’
শেষে তিনি মামুনুর রশিদকে চ্যালেঞ্জ করে বলেন, ‘আপনাদের যদি এতই রুচিতে বাধে, তাহলে প্রধানমন্ত্রীকে বলে আমাকে দেশ থেকে বের করে দিন, না হলে জেলখানায় বন্দি করে রাখুন। অন্যথায় লাইভে এসে আত্মহত্যা করে দেশটাকে রেহাই দিয়ে যাব।’
তিনি আত্মহত্যার হুমকি দেন ফেসবুক লাইভে। বলেন, ‘আমি মরে গেলে দেশের রুচিসম্মত লোক দায়ী থাকবেন। রুচি কী বোঝায়—আমি বুঝি না। আমি তো রুচি নিয়ে দুনিয়াতে আসিনি। আমার সৌভাগ্য আপনার মতো লোকেরা আমাকে চেনেন।’
For all the latest entertainment News Click Here