হয়ে গেছে প্রোমো শ্যুট, জলসার নতুন জুটি শান্টু-খুকুমণি! গাঁটছড়া কি শেষ হচ্ছে?
চলতি মাসের সামনেই কানাঘুষো শোনা গিয়েছিল,এবার সামনে এল বড়সড় আপটেড। স্টার জলসার হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন ‘খুকুমণি’ দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakhsit)। ‘পেঁপে দিয়ে চেপে, হামানদিস্তায় ছেঁচে, শিলনোড়ায় বেটে..’, খুকুমণি বাংলা টেলিভিশনের হার্টথ্রব হয়ে উঠেছিল দিন কয়েকের মধ্যেই। টিআরপি তালিকায় ভালো ফলও করেছিল ‘খুকুমণি হোম ডেলিভারি’। এই সিরিয়ালের সুবাদে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন দীপান্বিতা। এবার একদম নতুন রূপে সামনে আসবেন দীপান্বিতা। মারকাটারি মেয়ে খুকুমণির একদম বিপরীত অবতারে পাওয়া যাবে তাঁকে। গল্পে তাঁর নায়ক সৈয়দ আরেফিন (Syed Arefin) অর্থাৎ শান্টু গুণ্ডা। ইতিমধ্যেই সিরিয়ালের প্রোমো শ্যুট সেরে ফেলেছেন দুজনে। খবর, এই মেগার হাত ধরেই ছোটপর্দায় কামব্য়াক করবেন ‘মিলন তিথি’র বহ্নি দেবযানী চক্রবর্তী।
টেলিপাড়া সূত্রের খবর, এই সিরিয়ালের নাম হতে চলেছে ‘পরী’। ‘অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট’-এর নতুন মেগায় প্রথমবার জুটিতে দীপান্বিতা-আরেফিন। বর্তমানে ‘অ্যাক্রোপলিস’-এর গাঁটছড়া চলছে জলসার পর্দায়। তাই জোর চর্চা, ‘পরী’র আগমনে কি শেষ হয়ে যাবে ‘গাঁটছড়া’? সূত্রের খবর গাঁটছড়ায় টাইম লিপ আসছে। এগিয়ে যাবে খড়ি-ঋদ্ধির গল্প। তাই পুরোনো চরিত্ররা বাদ পড়বেন, নতুন চরিত্ররা আসবেন। নতুনভাবে এগোবে গল্প, নতুন লিড হিসাবে ওম সাহানি ও ইন্দ্রাণী পালের নামও উঠে আসছে। মে মাসেই চ্যানেলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে শোলাঙ্কির, তারপর আর এই সিরিয়ালের সঙ্গে যুক্ত থাকতে চান না তিনি। যদিও মুখে সে কথা শিকার করেননি অভিনেত্রী। ‘গাঁটছড়া’র স্লট বদলের জল্পনা উড়িয়ে দেওয়া না গেলেও, এই সিরিয়াল এখনই শেষ হচ্ছে না বলেই খবর।
টিআরপি তালিকায় জলসার একাধিক সিরিয়াল ধুঁকছে। শুরু হওয়ার পর থেকে একবার স্লট দখল করতে পারেনি ‘বাংলা মিডিয়াম’। এই বিগ বাজেট মেগার পারফরম্যান্স মোটেই আশানুরূপ নয়। ‘অনুরাগের ছোঁয়া’ বাদে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স বদতে একমাত্র ‘পঞ্চমী’। বাকিরা মোটেই সন্তোষজনক ফল করতে ব্যর্থ। মাঝে শোনা গিয়েছিল ‘গুড্ডি’ শেষ হবে, তবে সেখানে নতুন প্রজন্মের কাহিনি এনে গল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। দু-মাসে ‘বালিঝড়’ শেষ হওয়ার পর আতঙ্কিত সকলেই। আপতত ‘রামপ্রসাদ’ বড় বাজি চ্যানেলের। আগামি সপ্তাহে টিআরপি তালিকায় ‘মিঠাই’কে টেক্কা দিতে কতটা সফল হয় এই ভক্তিমূলক মেগা, সেইদিকে নজর থাকবে সকলের।
আইপিএল শেষ হলেই নতুন মেগা আনার তোড়জোর শুরু করবে স্টার জলসা। মে মাসের শেষেই আইপিএল শেষ হচ্ছে। ২৯শে মে থেকে ছোট পর্দায় বড়সড় বদল আসতে পারে।
For all the latest entertainment News Click Here