হয়তো দু’বছর মাঠের বাইরে থাকবেন পন্ত! DC-র কলকাতা ক্যাম্পে খারাপ খবর দিলেন সৌরভ
শুভব্রত মুখার্জি: আইপিএলের আসন্ন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কলকাতাতে নিজেদের অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছে দিল্লি ক্যাপিটালস। আর সেই ছবিই নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করেছে দিল্লির ফ্র্যাঞ্চাইজি। যেখানে ইডেনের প্রখ্যাত ক্লাব হাউসের সামনে দাঁড়িয়ে দলের ক্রিকেটারদের একটি ছবি পোস্ট করেছে তারা।
এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে নিজেদের প্রস্তুতি ক্যাম্প সারলেন দলের ক্রিকেটাররা। অনুশীলন চলাকালীন বাংলা রঞ্জি দলের কিপার ব্যাটার অভিষেক পোড়েল তাঁর চোখের নীচে চোট পেয়েছেন । তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। রবিবারের পরে এ দিন ও রঞ্জিতে দুরন্ত ফর্মে থাকা মুম্বই ব্যাটার সরফরাজ খান অনুশীলন করেননি। তাঁর আঙুলে চোট রয়েছে বলে খবর। ফলে ইরানি ট্রফি থেকেও ছিটকে গিয়েছেন তিনি। অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে প্রতিনিধিত্ব করার কথা ছিল তার।
আরও পড়ুন: ভুলভাল বকছে হরমন- ভারতীয় ক্যাপ্টেনকে আক্রমণ আর এক অজি তারকার
গোয়ালিয়রে শুরু হওয়ার কথা ইরানি ট্রফির ম্যাচ। সরফরাজের মুম্বইয়ের সতীর্থ পৃথ্বী শ’ অবশ্য এ দিন দুরন্ত ফর্মে ব্যাট করেন অনুশীলনে। দলের অনুশীলনে উপস্থিত ছিলেন হেড কোচ প্রবীণ আমরে এবং মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে একটা সময় ভারতীয় দলে খেলা ইশান্ত শর্মাকে অনুশীলনে একেবারেই ছন্দহীন দেখিয়েছে। জাতীয় দলে অনেক দিন হল সুযোগ পাচ্ছেন না। পাশাপাশি চোটের কারণে ঘরোয়া ক্রিকেটেও খেলা হয়নি তাঁর। যার ছাপ স্পষ্ট দেখা গেল তাঁর অনুশীলনে।
আরও পড়ুন: গুজরাটও বিদেশির হাতে তুলে দিল নেতৃত্বের দায়িত্ব,স্নেহ রানা হলেন ডেপুটি
এর পাশাপাশি এদিন দলের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঋষভ পন্তের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তাঁর উত্তরে তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘আমার সঙ্গে ওর (পন্তের) বেশ কয়েক বার কথা হয়েছে। সত্যি বলতে ও বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। চোট-আঘাত তো রয়েছেই, পাশাপাশি রয়েছে অস্ত্রোপচারের ধাক্কা। আমার শুভেচ্ছা সব সময়ে ওর সঙ্গে রয়েছে। হয়তো এক বছরও লাগতে পারে, আবার দু’বছরও লাগতে পারে। তার পরেই ও ২২ গজে ফিরবে।’ সৌরভের কথাতেই পরিষ্কার শুধু ২০২৩ বিশ্বকাপ নয়, পন্ত ২০২৪ বিশ্বকাপও মিস করতে পারেন।
পন্তের পরিবর্ত নিয়ে তিনি বলেন, ‘আমাদের হাতে এখনও সময় রয়েছে এটা বেছে নেওয়ার। আইপিএলের আগে পরবর্তী ক্যাম্প শুরু হওয়ার আগেই এই বিষয়ে সিদ্ধান্ত হয়ে যাবে। আইপিএলের এখনও একটা মাস বাকি। মরশুম সবে শুরু হয়েছে। সমস্ত ক্রিকেটারদের এই মুহূর্তে একসঙ্গে পাওয়াটা একটু সমস্যার। ৪-৫ জন আমাদের পরিকল্পনায় রয়েছে। সরফরাজের আঙুলে চোট রয়েছে। তবে ভাঙেনি। আশা করছি, আইপিএলের আগেই ও সুস্থ হমে উঠবে।’
For all the latest Sports News Click Here