হবু বউয়ের ছবির প্রচারে ‘গঙ্গুবাই’ সাজলেন রণবীর! নায়কের কীর্তিতে হাঁ নেটপাড়া
শুক্রবার মুক্তি পেয়েছে আলিয়া ভাটের বহুপ্রতিক্ষীত ছবি গঙ্গুবাই কাথিয়াওয়াড়ির ট্রেলার। এই ছবিতে মুম্বইয়ের কুখ্যাত রেড লাইট এলাকার সর্দারনি গঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া। ষাটের দশকের মুম্বইয়ের অন্যতম চর্চার বিষয় ছিলেন যে গঙ্গুবাই, তাকেই এবার পর্দায় হাজির করছেন সঞ্জয় লীলা বনশালি। গঙ্গুবাই আলিয়ার ঝলকেই মুগ্ধ নেটপাড়া, বাদ নেই কাপুর খানদানও। হবু বউমার এমন পাওয়ার প্যাক পারফরম্যান্সের ট্রেলার দেখে নীতু কাপুর লেখেন, ‘উফ… দুর্ধর্ষ’।
সোশ্যাল মিডিয়ায় কোনও পাবলিক অ্যাকাউন্ট নেই রণবীরের। তাই হবু বউয়ের ছবির প্রচার অন্যভাবে সারলেন রণবীর। এদিন পাপারাতজিদের সঙ্গে দেখা হয়েছিল রণবীরের, স্বভাবতই দূর থেকে চিত্কার করে আলিয়ার ছবির ট্রেলার নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় অভিনেতার কাছে। এরপর রণবীর যা করলেন তা সত্যিই চমকে দেওয়ার মতো।
ছবির ট্রেলারে গঙ্গুবাইয়ের একটি সিগনেচার পোজ রয়েছে, যেখানে পিছন ঘুরে জোর হাতে দেখা গিয়েছে গঙ্গুবাইকে, সেটি হুবহু নকল করলেন আলিয়ার হবু বর। গঙ্গুূবাইয়ের ভূমিকায় ‘ফাটিয়ে দিয়েছে আলিয়া’ বলছে তাঁর ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় মহেশ কন্যাকে নিয়ে প্রসংশার বন্যা।
ছবির ট্রেলারের শুরুতেই দেখা গেল নেত্রী গঙ্গুবাইকে। বিশাল জনসভায় ভাষণ দিচ্ছে সে। মুম্বইয়ের রেড লাইট এলাকার উন্নয়নের জন্য রাজনীতিতে আসবার সিদ্ধান্ত নিয়েছিলেন গঙ্গুবাঈ। সেক্স ওয়ার্কদের প্রতি মুহূর্তের লড়াই, সমাজের মূলস্রোত থেকে ব্রাত্য থাকবার যন্ত্রণা একদিকে উঠে এসেছে এখানে, যৌনকর্মীদের সন্তানদের যোগ্য সম্মানের দাবিতে কখনও সরব আলিয়া, কখনও আবার নিজের প্রতিদ্বন্দ্বী রাজিয়া বাইকে এক ইঞ্চিও জমি ছাড়তে না-রাজ সে। কামাঠিপুরার ‘লেডি ডন’ হিসাবে গঙ্গুর রুদ্ররূপ উঠে এসেছে ট্রেলারের পরতে পরতে। ছবিতে মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত নাম করিম লালার চরিত্রে ছবিতে থাকছেন অজয় দেবগণ। অন্যদিকে রাজিয়া বাইয়ের ভূমিকায় রয়েছেন অভিনেতা বিজয় রাজ। ছবিতে থাকছেন জিম সারভও।
এস হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’-এর নির্দিষ্ট কিছু অংশ নিয়ে তৈরি হয়েছে সঞ্জয় লীলা বনশালির এই ছবি। ৭২তম বার্লিন ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হবে এই ছবির, এরপর ২৫শে ফেব্রুয়ারি বক্স অফিসে মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here