‘হত্যাপুরী’ মুক্তির আগেই বদল প্রযোজক, সন্দীপ বললেন, ‘ছবি এখন পণ্য’
মাঝে আর গুনে গুনে ঠিক তিন দিন। তারপর আরও একবার শীতের ছুটিতে বড়পর্দায় হাজির হয়ে যাবে ‘ফেলুদা’। সঙ্গে থাকবেন জটায়ু এবং অবশ্যই তোপসে! তার আগে সন্দীপ রায় ঠিক কতটা ব্যস্ত, শেষ মুহূর্তের প্রস্তুতি কতদূর জানালেন আনন্দবাজারকে। পরিচালক জানান, ‘হ্যাঁ এখন একটু তো ব্যস্ত আছিই। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে শেষ মুহূর্তের। আরও যতটা নিখুঁত করা যায় সবটা সেটার চেষ্টা করছি।’
সন্দীপ রায়কে যখন জিজ্ঞেস করা হয় যে এই ছবির প্রচারের জন্য তাঁরা কী করেছেন? কারণ আজকাল তো ছবি প্রচার অনেকটাই ম্যাটার করে। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবি এখন একটা পণ্য। ফলে তার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রচার।’ শ্যুটিংয়ের থেকেও নাকি পোস্ট প্রোডাকশনের সময় বেশি পরিশ্রম করতে হয়! খাটুনিও নাকি বেশি। এমনই অভিমত বর্ষীয়ান পরিচালকের। যদিও তিনি যে এই গোটা বিষয়ে অভ্যস্থ হয়ে গিয়েছেন সেটা জানাতে ভোলেন না।
কিন্তু আচমকা এসভিএফের বদলে বিদেশের প্রযোজক কেন? এর উত্তরে সন্দীপ রায় জানান, ‘হাতবদলের গোটা বিষয়টা ভীষণই দ্রুত হয়েছে। তবে এটার জন্য কোনও তিক্ততা তৈরি হয়নি। আর যেহেতু অনেক দৃশ্য ইনডোরে শ্যুট করা হয়েছে, ফলে সময়ও নষ্ট হয়নি।’ তিনি এই প্রসঙ্গে আরও জানান, এই ছবির প্রযোজক, অঞ্জন ঘোষাল আদতে তাঁর শ্যালক হন। তাঁরা বহুদিন ধরেই একসঙ্গে ছবি করার কথা ভাবছিলেন অবশেষে সেটা সফল হল।
কিন্তু মাঝপথে এসভিএফ সরে যাওয়ায় প্রযোজক পেতে অসুবিধা হয়নি? ‘না, অনেকেই এগিয়ে এসেছিলেন নিজে থেকে। আসলে আজকাল সমস্ত বড় খবর দ্রুত রটে যায়। অনেক প্রযোজকের থেকেই ফোন পেয়েছিলাম। বিষয়টা দেখে বেশ মজা লাগছিল।’ কিন্তু হঠাৎ মজা লাগছিল কেন? উত্তরে আসন্ন ফেলুদা ছবির পরিচালক জানান, ‘বোম্বাইয়ের বোম্বেটের সময় কেউই এগিয়ে আসেননি, এখন এসেছিলেন।’
তবে হঠাৎ একজন প্রবাসী বাঙালিকে কেন ফেলুদা করলেন যাঁর বাংলা উচ্চারণে এখনও বেশ টান আছে বলে অনেকেই মনে করেন। এর উত্তরে তিনি বলেন, ‘এই বিষয়টা নিয়ে অনেকেই আমায় কথা শুনিয়েছে। কিন্তু আমি যখন প্রথম ২০১৫ সালে ভাবি ওকে নিয়ে ফেলুদা করব, তখনকার ইন্দ্রনীল আর এখনকার ইন্দ্রনীলের মধ্যে বিস্তর ফারাক আছে। ও নিজেকে প্রস্তুত করেই ফ্লোরে এসেছিল। সব থেকে বড় কথা ও কাউকে অনুকরণ করার চেষ্টা করেনি।’
আগামী ২৩ ডিসেম্বর সন্দীপ রায় পরিচালিত ‘হত্যাপুরী বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। ফেলুদার চরিত্রে থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, তোপসে হয়েছেন আয়ুষ দাস এবং জটায়ুর ভূমিকায় দেখা যাবে অভিনীত গুহকে।
For all the latest entertainment News Click Here