হতাশা নেই, হয়ত খামতি রয়েছে: টি-২০ দলে সুযোগ না পেয়ে বললেন ধাওয়ান
শুভব্রত মুখার্জি: সামনেই টি-২০ বিশ্বকাপ। বছর শেষের এই মেগা ইভেন্টের জন্য ইতিমধ্যেই দল গোছাতে শুরু করে দিয়েছে ভারত। বিসিসিআই সূত্রে যা খবর তাতে একাধিক ক্রিকেটারের নাম ইতিমধ্যেই নির্বাচকরা তাদের নোটবুকে টুকে ফেলেছেন। বিশ্বকাপে ভারতের যে সম্ভাব্য দল যাচ্ছে তাতে আদৌ শিখর ধাওয়ান জায়গা পাবেন কিনা তা অনিশ্চিত। গতবছর জুলাইতে ভারতের হয়ে শেষবার টি-২০ খেলার পরে আর দলে সুযোগ পাননি তিনি। এই নিয়ে বলতে গিয়ে ধাওয়ান জানিয়েছেন বিষয়টি নিয়ে তার হতাশা নেই তবে হয়ত তার মধ্যেই কোন খামতি রয়েছে ফলে দলে জায়গা হয়নি তার।
স্পোর্টসতককে দেওয়া এক সাক্ষাৎকারে ধাওয়ান জানিয়েছেন ‘সত্যি বলতে আমি কোনও হতাশা অনুভব করি না। আমি মনে করি সবকিছুর একটা সময় আছে। হয়ত এটা আমার সময় নয়। হয়ত আমার মধ্যেই কিছু খামতি রয়েছে। হয়ত আমি অনেক জিনিস ঠিক করে করে উঠতে পারছি না। তবে এসব নিয়ে আমি চিন্তিত না। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমি যতক্ষণ খুশি রয়েছি ততক্ষণ সেটা আমার কাছে ঠিক রয়েছে। আমি এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছি। নিজের সেরাটা দিচ্ছি।’
আসন্ন এশিয়া কাপের ভারতীয় দলে জায়গা কি পাবেন? এই প্রসঙ্গে শিখর ধাওয়ান আরও জানান ‘যদি সুযোগ আসে বা পাই তাহলে কেন নয়? যখন আইপিএলে খেলি তখন নিজের সেরাটা উজাড় করে দিই। আমি যদি সেখানে ভালো ফল করি তাহলে আমি কেন সুযোগ পাব না। বাকিটা নির্বাচকদের হাতে রয়েছে। তাদের কী চিন্তা ভাবনা রয়েছে, তাদের কী ভিশন রয়েছে তা আমার জানা নেই। যদি আমাকে নির্বাচন না করা হয় তাহলেও কোনও অসুবিধা নেই। আমি নিজেকে সুস্থ এবং ফিট রাখছি। যাতে করে সময় সুযোগ পেলে নিজেকে যেন সম্পূর্ণ তৈরি রাখতে পারি।’
For all the latest Sports News Click Here