হতাশার মাঝেই সুখবর পেলেন নেইমার! প্রতারণার অভিযোগ থেকে মুক্ত ব্রাজিলের তারকা
প্রতারণার অভিযোগ থেকে মুক্ত হলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। স্প্যানিশ আদালত তাঁকে সেই অভিযোগ থেকে মুক্ত করল। জেনে নিন পুরো বিষয়টি আসলে কী? স্পেনের একটি আদালত ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় স্থানান্তরের সময় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত করেছেন। ব্রাজিলের একটি সংস্থা নেইমার, তার বাবা, পাশাপাশি সান্তোস এবং বার্সেলোনার প্রাক্তন সভাপতির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে স্থানান্তরের আসল পরিমাণ গোপন করার অভিযোগ করেছিল।
আরও পড়ুন… ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর নিয়ে সামনে এল বড় আপডেট! এবার কী করবেন CR7?
কোম্পানিটি খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কিত অধিকারের আংশিক অধিকারী ছিল। আদালত বলেছে, চুক্তিটি জালিয়াতি করে নাকি কোম্পানির ক্ষতি করার উদ্দেশ্যে করা হয়েছিল। তবে সেই অভিযোগ অবশ্য প্রমাণ করা যায়নি। ৩০ বছর বয়সী এই ফুটবলারের পাঁচ বছরের কারাদণ্ড দাবি করেছিল সংস্থাটি। পরে তিনি পাঁচ বছরের পরিবর্তে আড়াই বছরের কারাদণ্ড চেয়েছিলেন।
মঙ্গলবার আদালতের এক বিবৃতিতে বলা হয়, ‘এফসি বার্সেলোনার প্রাক্তন সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ, সান্তোষ এফসির স্যান্ড্রো রোসেল ও নেইমারসহ নয় জনকে মামলা থেকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন বিচারকরা।’ বর্তমানে ফিফা বিশ্বকাপ নিয়ে ব্যস্ত ছিলেন নেইমার জুনিয়ার। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের মুখে পড়তে হয়ে ছিল তাদের দলকে। দলটিকে এবারের বিশ্বকাপ জয়ের দাবিদার মনে করা হচ্ছিল। মনে করা হচ্ছে এটাই ছিল নেইমারের শেষ বিশ্বকাপ এবং এখন তাঁকে আন্তর্জাতিক ফুটবল খেলতে দেখা যাবে না। তবে এ বিষয়ে তিনি কোনও নিশ্চিতকরণ করেননি।
আরও পড়ুন… পন্ত জানেন তাঁকে কী করতে হবে- ঋষভকে নিয়ে মুখ খুললেন দলের বোলিং কোচ পরশ মামব্রে
বিশ্বকাপের হট ফেভারিট হয়েও কাতারে গিয়ে ব্যর্থ ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে হতাশায় মুষড়ে পড়ে। নেইমারদেরকে সান্তনা দেন ক্রীড়াঙ্গনের তারকারা। ২০১৩ সালে ব্রাজিলের সান্তোষ থেকে বার্সেলোনায় যোগদান সংক্রান্ত দুর্নীতির অভিযোগ থেকে নেইমারকে মুক্ত করেছে স্পেনের একটি আদালত। ফলে বিশ্বকাপ হারার পরে সুখবর পেলেন নেইমার।
For all the latest Sports News Click Here