হড়পা বানে তলিয়ে যাচ্ছে একের পর এক রাস্তা, মানালিতে আটকে অভিনেতা রুসলান
লাগাতার বৃষ্টিতে উত্তরের রাজ্য হিমচলপ্রদেশের পরিস্থিতি এই মুহূর্তে ভয়াবহ। বহু মানুষের মৃত্যুর খবর মিলেছে। হিমাচলের মান্ডি, কিন্নর, লাহুল, স্ফিতিতে বন্যার সতর্কতা জারি হয়েছে। নেটদুনিয়ায় ইতিমধ্যেই হিমাচলের বিভিন্ন এলাকার জলমগ্ন রাস্তা, জলের তোড়ে নিমেষে রাস্তাঘাট ভেঙে যাওয়া, বাড়িঘর, হোটেল ভেঙে পড়ার নানান ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
ভয়ানক এই পরিস্থিতিতে মানালিতে আটকে পড়েছেন অভিনেতা রুসলান মুমতাজ। মানালি থেকে সোশ্যাল মিডিয়ার পাতায় এলাকার ভয়ানক পরিস্থিতির ভিডিয়ো পোস্ট করেছেন রুসলান।
সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রথম পোস্টে, ‘ইয়ে রিশতে হ্যায় প্যায়ার কে’ অভিনেতা লেখেন, ‘আমার পিছনের রাস্তাটা আর নেই।’ পরের ছবিতেই কীভাবে রাস্তাটি পুরোপুরি ডুবে গিয়েছে তা শেয়ার করে করেছেন রুসলান। লিখছেন, ‘এই রাস্তাটি আর নেই।’একটি গ্যারেজের মতো জায়গা থেকে প্লাবিত জায়গার পরিস্থিতি শেয়ার করেছেন রুসলান। দেখিয়েছেন যেখানে তিনি এবং তার অন্যান্য সহকর্মীরা কোথায় আশ্রয় নিয়েছেন। জানিয়েছেন কীভাবে মানালি থেকে চণ্ডীগড়কে সংযোগকারী রাস্তাটি ভেঙে গিয়েছে। জানিয়েছেন, বন্যা অব্যাহত, জলের গ্রাসে ক্রমাগত সবকিছু তলিয়ে যাচ্ছে। ভিডিওতে রুসলানকে বলতে শোনা যাচ্ছে, ‘কখনও ভাবিনি যে আমি মানালিতে কোনো নেটওয়ার্ক ছাড়াই আটকে যাব, রাস্তা অবরুদ্ধ, তাই বাড়ি ফেরার কোনো উপায় নেই। শুটিং করতেও পারছি না। খুব কঠিন সময়। সুন্দর জায়গা। আমি নিজেও জানি না আমার এখন খুশি হওয়া উচিত নাকি দুঃখ করা। কৃতজ্ঞ হব নাকি শুধু আমার আপেল খেয়ে উপভোগ করব।’
আরও পড়ুন-সাদা ধুতি-পাঞ্জাবি পরে ‘বাঘাযতীন’-এর ছবির সামনে দাঁড়িয়ে, শ্যুটিং শেষে দেব লিখলেন…
আরও পড়ুন-চান্দেরিতে ফের আতঙ্ক, আবারও আসছে ‘স্ত্রী’, দরজায় খিল এঁটেছেন পুরুষরা…
এদিকে সোমবার থেকে কোনও নেটওয়ার্ক না থাকায় সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ সময় কোনও ভিডিয়ো বা ছবি পোস্ট করেননি রুসলন। মঙ্গলবার ফের তিনি নিজের ইনস্টাস্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছেন তিনি ঠিক আছেন। বৃষ্টি বন্ধ হয়েছে, নদীও প্রশমিত হয়েছে।। মানালিতে তিনি নিরাপদে আছেন।
এদিকে হিমাচল প্রদেশ এবং উত্তর ভারতের অনেক অংশে একটি লাল সতর্কতা জারি রয়েছে। সোমবার শিমলায় ভূমিধসে আরও চারজনের মৃত্যু হয়েছে। গত তিন দিনের বন্যায় মৃতের সংখ্যা প্রায় ১৮-তে পৌঁছেছে। হিমাচল প্রদেশে ৪০০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন।
ওই রাজ্যের প্রায় ৪০০টি রাস্তা এখনও বন্ধ রয়েছে। পরিবহন বিভাগের কর্মকর্তাদের জানিয়েছেন হিমাচল রোডওয়েজ ট্রান্সপোর্ট কর্পোরেশন (এইচআরটিসি) এর ১,২৫৫টি রুটে বাস পরিষেবা স্থগিত রেখেছে এবং ৫৭৬টি বাস বিভিন্ন স্থানে আটকে রয়েছে।
For all the latest entertainment News Click Here