হঠাৎ করে আমরা রোহিতের ঘরে গেলাম- অজানা কাহিনি শোনালেন অনিল কুম্বলে
শুভব্রত মুখার্জি: আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ফ্রাঞ্চাইজি হল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইতিমধ্যেই পাঁচটি আইপিএল ট্রফি জিতে নিয়েছে। গত মরশুমটা অবশ্য ভালো যায়নি এই ফ্রাঞ্চাইজির। লিগ টেবিলে সকলের নীচে শেষ করেছিল তারা। ফলে এই বছর ভালো পারফরম্যান্স করতে মরিয়া মুম্বই। এই বছরের আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ থেকে। ২০১৩ সালের আইপিএলের ট্রফি জয় দিয়ে সাফল্যের পথে প্রথমবার চলতে শুরু করেছিল মুম্বই। সেই বারেই রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স দল প্রথমবার আইপিএল জিতেছিল। পরবর্তীতে তারা আরও চারবার এই ট্রফি জিততে সমর্থ হয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্স দলের দায়ভার কীভাবে উঠেছিল রোহিতের হাতে? এ বার সেই অজানা কাহিনি শোনালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে।
আরও পড়ুন… অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হার গায়ত্রী গোপিচাঁদ-ত্রিসা জলি জুটির
২০১৩ সালে যে বার প্রথম আইপিএল জিতেছিল মুম্বই, সেই বছরেই দলের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অনিল কুম্বলে। সেই বছরেই দলে নেওয়া হয়েছিল রিকি পন্টিংকে। তিনি সেই মরশুমে খুব একটা ভালো ফর্মে ছিলেন না। একটা সময় পরে দল থেকে বাদ পড়তে হয়েছিল পন্টিংকে। এরপরেই দলের নেতৃত্বভার নেন রোহিত শর্মা। বিষয়টি নিয়ে জিও সিনেমাতে দেওয়া এক সাক্ষাৎকারে কুম্বলে জানান, ‘২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা ভালো হয়নি। অনেকটা ২০০৯ সালে আরসিবি যেভাবে শুরুটা করেছিল ঠিক সেই ভাবেই শুরু হয়েছিল ২০১৩’তে মুম্বইয়ের। আমার যতদূর মনে পড়ছে আমরা প্রথম পাঁচটা ম্যাচে মাত্র একটা জয় পেয়েছিলাম। সেই সময়ে রিকি পন্টিং অধিনায়ক ছিলেন। আমাদেরকে অধিনায়ক বদল করতে হয়। কারণ মাত্র চারজন বিদেশি ক্রিকেটার খেলতে পারে প্রথম একাদশে। রিকি সেই সময়ে ভালো ফর্মেও ছিলেন না। আমরা রিকিকে পরিবর্তন করি। সেই সময়েই রোহিতের হাতে দায়িত্ব দেওয়া হয়।’
আরও পড়ুন… বিরাট ভাঙছেন সবার রেকর্ড, অন্যদিকে দ্বিশতরানে তাঁকে ছাপিয়ে যাওয়ার মুখে উইলিয়ামসন
তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমার মনে হয় কোচ হিসেবে জন রাইটের অনেকটাই কৃতিত্ব দাবি করা উচিত। যেভাবে গোটা বিষয়টাকে ও সামলেছিল তা ছিল অনবদ্য। হ্যা আমার কাজ ছিল মেন্টর হিসেবে দলের হয়ে শক্তিশালী একটা সাপোর্ট স্টাফদের দল গঠন করা। রিকি পন্টিংকে যখন আমরা নিলামে নিয়েছিলাম তখন থেকেই এই দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছিল। রিকি যদিও ওর কেরিয়ারের একেবারে শেষ পর্যায়ে ছিল। তবুও ওকে দলে নেওয়ার উদ্দেশ্যে ছিল অভিজ্ঞতা সম্পন্ন একজনকে দলে নিয়ে দলকে শক্তিশালী করা। দেশের হয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন ও। ফলে আমরা ওর সেই মানসিকতাকে ব্যবহার করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে ওঁর ব্যাটিং ফর্ম সেবার সহায়তা করেনি। ফলে প্রথম পাঁচ কিংবা ছয় ম্যাচের চারটিতেই আমরা হেরে যাই। আমার এখনও মনে আছে আমাকে নিয়ে জন রাইট রোহিতের ঘরে যায়। ওকে বলে রোহিত তুমি কি অধিনায়কত্বের দায়িত্ব নিতে ইচ্ছুক? রোহিত জানিয়েছিল ও তৈরি রয়েছে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here